যুক্তরাজ্যে অফিসে মাস্ক বাধ্যতামূলক করার প্রস্তাব নাকচ

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ অফিসে বা কর্মক্ষেত্রে মাস্ক বাধ্যতামূলক করার একটি প্রস্তাব নাকচ করে দিয়েছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। এর আগে কয়েকটি ব্রিটিশ সংবাদমাধ্যম জানায়, সরকার এমন একটি প্রস্তাব বিবেচনা করছে। তবে স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বিবিসি-কে বলেছেন, এমন একটি প্রস্তাব পর্যালোচনার পর সেটি নাকচ দেওয়া হয়েছে।ম্যাট হ্যানকক বলেন, সাধারণত মানুষ যাদের সঙ্গে বেশি দীর্ঘ সময় কাটায় না, তাদের ক্ষেত্রে মাস্ক ভালো সুরক্ষা দেয়। কিন্তু অফিস বা স্কুলে মানুষ অনেক লম্বা সময় পরস্পরের কাছাকাছি অবস্থান করে। ফলে সেখানে মাস্ক থেকে খুব বেশি সুফল পাওয়ার সুযোগ নেই।ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী বলেন, অফিস বা কর্মক্ষেত্রের জন্য এমনিতেই নানা দিকনির্দেশনা রয়েছে।অফিস বা কর্মক্ষেত্রে বাধ্যতামূলক করা না হলেও যুক্তরাজ্যে গণপরিবহন ও দোকানপাটে মাস্ক পরা বাধ্যতামূলক। এই নিয়ম কতদিন চালু থাকবে? এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এর উত্তর দেওয়া কঠিন। তবে আপাতত এটি চালিয়ে যেতে হবে।আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার-এর হিসাব অনুযায়ী, যুক্তরাজ্যে দুই লাখ ৯১ হাজার ৯১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৫ হাজার ৫৩ জনের মৃত্যু হয়েছে।

You might also like