দেশে সাম্প্রদায়িক শক্তির কবর রচনা করতে হবে : সম্মিলিত সামাজিক আন্দোলন

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ সম্মিলিত সামাজিক আন্দোলনের সভায় বক্তারা বলেছেন, রাজনৈতিক সহনশীলতা ও দেশের স্থিতিশীলতার প্রশ্নে সরকারি দলও সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক, শ্রেনীপেশার সুদৃঢ় ঐক্য গড়তে হবে। বক্তারা বলেন, আজকে সাম্প্রদায়িক শক্তির পৃষ্ঠপোষকতা করে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধের শহীদের রক্তের সাথে তামাশায় মেতে উঠেছে। তাই মুক্তিযুদ্ধের পথ ধরে সাম্প্রদায়িক শক্তির কবর রচনা করতে হবে।শুক্রবার (১১ আগস্ট ) বিকাল পাঁচটায় সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কার্যালয় বাংলাদেশ টেনিস ফেডারেশন শাহবাগ ঢাকায় ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও পরিবার বর্গের ৪৮তম হত্যা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভায় বক্তারা উপরিউক্ত মন্তব্য করেন। সভার শুরুতে ১৫ আগস্ট নিহতদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

সভায় বক্তারা বলেন, দ্রব্য মূল্যের লাগাম বৃদ্ধির সাথে নির্বাচন কেন্দ্রীক রাজনৈতিক অস্থিরতা যুক্ত হয়ে বড়ো ধরনের বিপর্যয়ের পথে দেশবাসী। আমাদের বিবেচনায় দেশে সত্যিকার গণতান্ত্রিক চর্চার দীর্ঘ সময়ের অনুপস্থিতি দেশে সহনশীলতা, স্তিতিশীলতা ও নৈতিক বিপর্যয় নেমে এসেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান আমৃত্যু গণতন্ত্র ও সহনশীলতার রাজনীতি বিশ্বাস করতেন। মূলত ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দেশকে গণতন্ত্র বিমূখের পথে নিয়ে যাওয়া হয়েছে। বঙ্গবন্ধুর সত্যিকার চিন্তার বাংলাদেশ প্রতিষ্ঠা করাগেলে দেশকে নৈতিকতা ও রাজনৈতিক বিপর্যয়ের হাত থেকে মুক্ত করা সম্ভব হবে।সংগঠনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,সংগঠনের প্রেসিডিয়াম সদস্য,ড, সৈয়দ আবদুল্লাহ আল মামুন চৌধুরী, জয়ন্তী রায়, জোবায়দা নাসরিন কনা, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক, একে আজাদ, এডভোকেট পারভেজ হাসেম, জহিরুল ইসলাম, সম্পাদক মন্ডলীর সদস্য অলক দাসগুপ্ত, রেজাউল কবির, হান্নান চৌধুরী, জুবায়ের আলম, বিপ্লব চাকমা, কেন্দ্রীয় নেতা আজহার আলী,শাহীন আক্তার প্রমূখ।সভায় সভাপতির বক্তব্য সালেহ আহমেদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান গণতন্ত্র, মানুষের অধিকার ও দূর্নীতিবাজদের বিরুদ্ধে দৃড় প্রতিরোধ গড়ে তোলার কথা বলতে গিয়ে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন এবং ১৫ আগস্ট ১৯৭৫ স্বপরিবারে জীবন দিয়েছেন।

You might also like