শোক দিবসে হবিগঞ্জে স্বল্পআয়ের মানুষের মধ্যে বিনামূল্যে সবজি বিতরণ
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ জাতীয় শোক দিবস উপলক্ষে হবিগঞ্জে স্বল্প আয়ের মানুষের মধ্যে মাসব্যাপী বিনামূল্যে শাকসবজি বিতরণ কার্যক্রম চলছে।হবিগঞ্জ থেকে সংবাদদাতা জানান, ১৫ আগস্ট মঙ্গলবার কর্মসূচির ১৫তম দিনে জেলার পৌর টাউনহল এলাকায় ২ শতাধিক নারী-পুরুষের মধ্যে বিনামুল্যে বিভিন্ন ধরণের শাকসবজি বিতরণ করা হয়েছে।এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সবজি বিতরণ করেন জেলা যুবলীগের সাবেক সভাপতি ও হবিগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান সেলিম।বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, মোতাহার হোসেন রিজু, সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ, সমাজকল্যাণ সম্পাদক মঈনুদ্দিন চৌধুরী সুমন প্রমুখ।শহরতলির শায়েস্তানগর এলাকার রঞ্জু রবিদাস জানান, বিনামূল্যে শাকসবজি পেয়ে আনন্দিত তারা। প্রতিদিনই তারা সেখানে গিয়ে শাকসবজি নিয়ে আসছেন। এ ধরনের কর্মসূচি চলমান থাকলে মানুষের অনেক উপকার হবে।শ্যামলী এলাকার রিনা ঋষি জানান, শাকসবজির দাম বেশ চড়া। স্বল্প আয়ের পরিবারের সদস্যদের জন্য অনেক ভালো হয়েছে সবজি বিতরণ কর্মসূচি। এভাবে সহায়তা করা হলে দরিদ্র পরিবারগুলোর কষ্ট লাঘব হবে।মাহমুদাবাদ এলাকার সুনীল দাস জানান, সারাদিন কাজ করে সর্বোচ্চ ৩০০ টাকা আয় করতে পারেন। এই টাকায় সংসার চালাতে খুবই কষ্ট হয় তাঁর। প্রতিদিন বিনামূল্যে শাকসবজি পেয়ে খুব উপকার হচ্ছে।জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি জানান, শোকের মাস উপলক্ষে প্রতিদিন ২শ’ নারী-পুরুষের মধ্যে বিনামূল্যে শাকসবজি বিতরণ করা হচ্ছে। ১ আগস্ট এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আ’লীগ সভাপতি মো. আবু জাহির এমপি।