‘নাইট’ উপাধি পেলেন ১০০ বছরের ক্যাপ্টেন টম
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডনঃ করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্য খাতের জন্য অনুদান সংগ্রহ করতে ১০০ বছর বয়সে বাগানে হাঁটাহাঁটি করে সাড়া ফেলে দেওয়া সেই টম মুরকে নাইট উপাধিতে ভূষিত করা হয়েছে।গত শুক্রবার ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ তাঁকে আনুষ্ঠানিকভাবে এ উপাধি দেন।পশ্চিম লন্ডনের উইন্ডসর ক্যাসলের বাইরে করোনাভাইরাস থেকে সুরক্ষার নিয়মকানুন মেনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এ সময় রানি তাঁর বাবার কাছ থেকে পাওয়া রাজকীয় তলোয়ার দিয়ে মুরের কাঁধে টোকা দিয়ে আনুষ্ঠানিকতা পালন করেন। তবে প্রচলিত নিয়মানুসারে মুরকে রানির সামনে হাঁটু গেড়ে বসতে হয়নি। এর বদলে নিজের ওয়াকার ব্যবহার করে রানির পাশে দাঁড়ান তিনি। এ সময় ৯৪ বছর বয়সী রানির সঙ্গে বয়স নিয়ে কথাবার্তাও হয় তাঁর। তিনি যখন রানিকে তাঁর বয়স জানান রানি তাঁকে বলেন, ‘যা-ই হোক, আপনার এখনো অনেক দূর যাওয়া বাকি আছে।’
অনুষ্ঠান শেষে এক টুইটে নিজের এসব অভিজ্ঞতা সবাইকে জানান স্যার টম মুর। তিনি লেখেন, ‘গত কয়েক সপ্তাহে পাওয়া বিভিন্ন সম্মাননার জন্য আমি অভিভূত। গর্ব ও আনন্দে বিহ্বল হয়ে আছি আমি।মুর ভারত-বার্মা যুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনীর ক্যাপ্টেন ছিলেন। গত বছর তাঁর কোমর ভেঙে যাওয়ার পর ডাক্তার ও নার্সরা তাঁকে যে সেবা দেন এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে তিনি করোনাভাইরাস সংকটে তাঁদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। নিজের বাগানে হাঁটাহাঁটি করে তহবিল সংগ্রহ করা শুরু করেন তিনি।