চা শ্রমিক ও সন্তানদের মাঝে সারাহ কুক
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ ৩ দিনের সফরে সিলেটে অবস্থান করছেন বাংলাদেশে নিযুক্ত নতুন ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। সফরকালে তিনি ব্রিটিশ সরকারের অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।এছাড়াও ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক-এর সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং নতুন মেয়র আনোয়ারুজ্জামানের চৌধুরীর সঙ্গেও বৈঠকে বসার কথা রয়েছে।২৩ আগস্ট বুধবার সকালে সিলেটের লাক্কাতুরা চা বাগান এলাকায় চা শ্রমিক সন্তানদের জন্য ব্র্যাক পরিচালিত একটি স্কুল পরিদর্শন করেন ব্রিটিশ হাই কমিশনার। এ সময় তিনি স্কুলের শিশু শিক্ষার্থীদের মাঝে কিছু সময় কাটান। এরপর তিনি লাক্কাতুরা চা বাগান এলাকায় শিক্ষার্থীদের অভিভাবক এবং চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।মতবিনিময়কালে সারাহ কুক বলেন, ‘স্কুলের শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের সাথে দেখা করে খুশী হয়েছি যারা সিলেটের চা বাগানে কাজ করে। এটা স্পষ্ট ছিল যে শিক্ষা শুধুমাত্র ব্যক্তির জন্য নয়, সম্প্রদায়ের জন্য পরিবর্তনশীল। যুক্তরাজ্য বাংলাদেশের সবচেয়ে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় সহায়তা করতে পেরে গর্বিত, বিশেষ করে মেয়েদের দিকে নজর দিয়ে।ব্রিটিশ সরকারের অর্থায়নে সিলেটের ১২০টিসহ ৫শ’টি স্কুল পরিচালিত হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। উল্লেখ্য, ব্রিটিশ হাই কমিশনার হিসেবে প্রথমবারের মতো সিলেটে এসে তিনি বিভিন্ন দর্শনীয় এলাকা পরিদর্শন করছেন।