বন্দরবাজার থেকে ৪ ডাকাত গ্রেফতার

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেট নগরির প্রাণকেন্দ্র বন্দরবাজার এলাকা থেকে ৪ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।২২ আগস্ট মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বন্দরবাজার এলাকার রংমহল টাওয়ার সংলগ্ন পরিত্যক্ত পুরাতন জেল কোয়ার্টারের ভিতর থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ও অস্ত্র জব্দ করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, আক্তার হোসেন (৩৩), দিদার হোসেন (৩২), সোনা মিয়া (২৬) ও নজরুল (২২)। অভিযানকালে ৭-৮ জন ডাকাত পালিয়ে যায়।সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)’র মিডিয়া শাখা জানায়, পুরাতন জেল কোয়ার্টারের ভিতরে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত-এমন খবর পেয়ে কোতয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করে। বাকিরা পালিয়ে যায়।এ সময় ৩টি রাম দা, ১টি চাকু, ১টি হাতুড়ি ও ৫টি মুখোশসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম এবং একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।কোতয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ গণমাধ্যমকে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আগে থেকেই দ’ুটি করে মামলা রয়েছে। মঙ্গলবার গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ২৩ আগস্ট বুধবার দুপুরে ৪ ডাকাতকে আদালতে পাঠানো হলে বিজ্ঞ বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

You might also like