আজমিরীগঞ্জ পৌরসভার নতুন প্রশাসক শফিকুল ইসলাম
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌরসভার নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলাম। গত ১৭ আগষ্ট রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব ফারজানা মান্নান সাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই নিয়োগ দেয়া হয়। তবে এখনো সরকারি চিঠি আসেনি বলে তিনি জানিয়েছেন।
আজমিরীগঞ্জ থেকে সংবাদদাতা জানান, দীর্ঘদিন যাবত নির্বাচন না হওয়ায় নির্বাচিত মেয়র নেই এই পৌরসভায়। এজন্য পৌরবাসীর অভিযোগের শেষ নেই। জন্ম-মৃত্যু নিবন্ধনসহ প্রয়োজনীয় সনদ ও অন্যান্য সেবা পেতে ভোগান্তি পোহাতে হয় পৌরবাসীকে। নতুন প্রশাসকের খবর শুনে আশার প্রহর গুণছেন এলাকাবাসী।নতুন নিয়োগ পাওয়া পৌর প্রশাসক শফিকুল ইসলামকে এলাকাবাসীর দুর্ভোগের বিষয়ে প্রশ্ন করলে তিনি ২৪ আগস্ট বৃহস্পতিবার গণমাধ্যমকে জানান, ‘অফিসিয়ালি এখনো আমার কাছে চিঠি আসেনি। তবে আমি দায়িত্ব গ্রহণ করার পর এলাকার সকল সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা করবো।’