৪০ বস্তা ভারতীয় চিনিসহ জৈন্তাপুরে ট্রাক আটক

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেটের জৈন্তাপুরে ৪০ বস্তা ভারতীয় চিনিসহ একটি ট্রাক আটক করেছে জৈন্তাপুর থানা পুলিশ। ২৪ আগস্ট বৃহস্পতিবার উপজেলার ফতেহপুর ইউনিয়নের দলইপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আটক করা হয়।জৈন্তাপুর থেকে সংবাদদাতা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই শহীদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ফতেহপুর ইউনিয়নের দলইপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একটি হাইড্রোলিক ড্রামট্রাক হতে ৪০ বস্তা ভারতীয় চিনি আটক করা হয়। পুলিশের অবস্থান টের পেয়ে চিনির সাথে থাকা চোরাকারবারি ও চালক পালিয়ে যায়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সারোয়ার জসিম (৩০) নামে এবং অজ্ঞাতনামা অপর এক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সারোয়ার জৈন্তাপুর উপজেলার কহাইগড়ের বাসিন্দা। বর্তমানে সে পলাতক রয়েছে। জৈন্তাপুর থানার ওসি মো. ওমর ফারুক সত্যতা নিশ্চিত করেন।

You might also like