১১ দিনের মাথায় সিলেটে আবার ভূমিকম্প

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ ১১ দিনের মাথায় সিলেটে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পনের স্থায়িত্ব ছিল মাত্র কয়েক সেকেন্ড। তবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ৯ সেপ্টেম্বর শনিবার বিকেল ৪টা ১৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
সিলেট আবহাওয়া অফিসের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র এ তথ্য নিশ্চিত করে জানায়, এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম প্রদেশে। এর আগে গত ২৯ আগস্ট দুপুর ১টা ১৩ মিনিটে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৬। এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে ১৮ কিলোমিটার দূরে ভারতের মেঘালয় রাজ্যে।

You might also like