নবীগঞ্জে গাছ থেকে পড়ে ১ ব্যক্তির মৃত্যু

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার গয়াউড়ি গ্রামের নিধু দাশ (৫৫) নামের এক ব্যক্তি গাছ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে।নবীগঞ্জ থেকে সংবাদদাতা সাগর আহমেদ জানান, উপজেলা সদর ইউনিয়নের জনৈক রুহুল আমিনের বাড়িতে নিধু দাশ ও তার ছেলে টুটুল দাশ (১৩)কে সঙ্গে নিয়ে ৮ সেপ্টেম্বর শনিবার সকালে তাদের বাড়িতে আমড়া পাড়ার জন্য গাছে উঠেন। পরে গাছে উঠে একপর্যায়ে অসাবধানতাবশত নিধু দাশ নিচে পড়ে যান। সাথে সাথে আশপাশের লোকজন আহত নিধু দাশকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সংবাদ পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। ঘটনার সততা নিশ্চিত করেন থানার ওসি মোঃ ডালিম আহমেদ।

You might also like