একাত্তরের পরাজিত শত্রুরা দেশকে আবার থামিয়ে দেওয়ার চক্রান্তে মেতেছে :নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, একাত্তরের পরাজিত শত্রুরা বাংলাদেশকে আবার থামিয়ে দেয়ার চক্রান্তে মেতে উঠেছে। তারা আবার রাষ্ট্রক্ষমতা দখল করতে চায়; কিন্তু পারবে না।তিনি বলেন, আমরা অর্থাৎ একাত্তরের বিজয়ীরা যতই এগিয়ে যাবে পরাজিতরা ততই পিছিয়ে পড়বে। আমাদের পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় ২০৪১ সালকে সামনে রেখে আমাদের স্মার্ট বাংলাদেশ গড়ার অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে হবে।মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র মুক্তিযুদ্ধ অনুশীলন সিলেট ও ইতিহাস চর্চা কেন্দ্র মুক্তিযুদ্ধ পাঠাগার সিলেট আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য দিচ্ছিলেন।বৃহস্পতিবার সন্ধ্যায় নগরির বারুতখানায় সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, দেশী-বিদেশী চক্রান্তে মুক্তিযুদ্ধে পরাজিত শত্রুরা বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করে বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিয়েছিল; কিন্তু বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশ শত্রুদের কবলমুক্ত হয়ে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে।

তিনি আরো বলেন, ’৭৫-এর পর শাসকগোষ্ঠীর হীনমন্যতার কারণে নতুন প্রজন্ম বাঙালির গর্বের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারেনি। তবে এখন সবই জানছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে একত্রিত করেছেন। নারীর ক্ষমতায়নে বিশ্ব ইতিহাসে সংযোজন করেছেন অনন্য অধ্যায়। এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ পাঠাগার সিলেটের সভাপতি বিশিষ্ট লেখক শেখ নূরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিভাগীয় প্রতিনিধি, সিলেটের সভাপতি শামসুল আলম সেলিম, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল ও শিশুদের শিখন প্রতিষ্ঠান পাঠশালার পরিচালক, নাট্য সংগঠক হুমায়ুন কবির জুয়েল। স্বাগত বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ পাঠাগার সিলেটের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুল জলিল। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি মাহবুবুল আলম মিলন।মুক্তিযুদ্ধ অনুশীলন সিলেট ও মুক্তিযুদ্ধ পাঠাগার সিলেটের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরেন প্রতিষ্ঠান দু’টির উদ্যোক্তা সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ গবেষক আল আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুক্তিযুদ্ধ অনুশীলন সিলেটের পরিচালনা পরিষদ সদস্য ফৌজিয়া আক্তার।পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

You might also like