আদর্শ উচ্চ বিদ্যালয় রুস্তমপুরের প্রাক্তন শিক্ষার্থীদের পুণর্মিলনী ১২ ও ১৩ জানুয়ারি

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের আদর্শ উচ্চ বিদ্যালয় রুস্তমপুর’র প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী বছরের ১২ ও ১৩ জানুয়ারি বিদ্যালয় প্রাঙ্গনেই প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব উদযাপিত হবে। ৯ সেপ্টেম্বর শনিবার রাতে স্থানীয় গোয়ালগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত উদযাপন কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সফলভাবে উৎসব উদযাপনের লক্ষ্যে কয়েকটি উপ-কমিটিও গঠন করা হয়। দক্ষিণ সুরমা থেকে সংবাদদাতা মোঃ সানোয়ার আলী জানান, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মহিউদ্দিনের সভাপতিত্বে ও আনোয়ারুল ইসলাম আনহারের পরিচালনায় আহূত সভায় যেসব উপ-কমিটি গঠন করা হয়েছে, তা হলো অর্থ ও বাজেট উপ-কমিটি, নিবন্ধন উপ-কমিটি, প্রচার উপ-কমিটি, স্মরণিকা প্রকাশনা উপ-কমিটি, আপ্যায়ন উপ-কমিটি, সাংস্কৃতিক ও সাজসজ্জা উপ-কমিটি, সেবা ও শৃঙ্খলা উপ-কমিটি এবং খেলাধুলা উপ-কমিটি।সভায় দেশে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের নিবন্ধন ফি’ এক হাজার টাকা ও বিদেশে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য নিবন্ধন ফি’ উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নেয়া হয়।এছাড়া উৎসব উপলক্ষে প্রকাশিতব্য স্মরণিকায় যারা লেখা পাঠাতে ইচ্ছুক তাদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে নিজেদের লেখা জমা দেয়ার অনুরোধ জানানো হয়।প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সভায় অংশ নেন জামাল আহমদ, জসিম উদ্দিন, সাইস্তা মিয়া, মুতলিব মিয়া, রেজওয়ান মিয়া, আমিরুল ইসলাম মাসুম, শাহ মোঃ দিলোয়ার, আব্দুল মুত্তাকিম চৌধুরী মাছুম, নুরমান আহমদ, ছানার আলী ছানোয়ার, গোলাম কিবরিয়া, জয়নাল খান, নাইম আহমদ, আব্দুর রকিব, আতিক মিয়া, আব্দুল হামিদ, সৈয়দ মোকাররম, মোঃ রাসেল, শাহনুর রহমান, জয়নুল ইসলাম প্রমুখ।

You might also like