রাশিয়া যাচ্ছেন উ.কোরীয় নেতা
উত্তর কোরীয় নেতা কিম জং উন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনার জন্য মঙ্গলবার ভোরে সাঁজোয়া ট্রেন যোগে রাশিয়া সফরে যাচ্ছেন। এ দুই নেতার মধ্যে সরাসরি আলোচনায় সম্ভাব্য অস্ত্র বিক্রির বিষয়ে গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। পিয়ংইয়ং এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেনে মস্কোর যুদ্ধের জন্য উত্তর কোরিয়ার কাছ থেকে পুতিন আর্টিলারি শেল এবং ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র চাচ্ছেন। এদিকে কিম স্যাটেলাইট এবং পরমাণু চালিত সাবমেরিনের জন্য অত্যাধুনিক প্রযুক্তি অনুসন্ধানের পাশাপাশি তার দারিদ্রপীড়িত জাতির জন্য খাদ্য সহায়তা পাওয়ার সন্ধান করছেন বলে জানা গেছে।কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) পরিবেশিত খবরে বলা হয়, কিম রাশিয়া সফরে রোববার বিকেলে তার ট্রেনে করে মস্কোর উদ্দেশে উত্তর কোরিয়া ত্যাগ করে এবং সফরসঙ্গী হিসেবে কমিউনিস্ট পার্টি, সরকার এবং সামরিক সংস্থার সিনিয়র নেতা ও কর্মকর্তারা রয়েছেন।মঙ্গলবার কিমের ট্রেন কোথায় অবস্থান করছে এবং ট্রেনটি রাশিয়ার সীমান্ত অতিক্রম করেছে কিনা সে ব্যাপারে কেসিএনএ পরিবেশিত খবরে কিছু বলা হয়নি।সোমবার বার্তা সংস্থাটি জানায়, ‘সম্মানিত কমরেড কিম জং এই সফরে পুতিনের সাথে সাক্ষাত করে কথা বলবেন।এদিকে কিমের রাশিয়া সফরের বিষয়টি ক্রেমলিন নিশ্চিত করেছে।