সৌদি আরবে কোরবানির ঈদ ৩১ জুলাই

আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী

সৌদি আরবঃ আগামী ৩১ জুলাই (শুক্রবার) সৌদি আরবে কোরবানির ঈদ উদযাপিত হবে।সোমবার (২০ জুলাই) দেশটির সুপ্রিম কোর্ট জানিয়েছেন,এবারের আরাফাত দিবস পালিত হবে ৩০ জুলাই (বৃহস্পতিবার)।আর কোরবানির ঈদ উদযাপিত হবে ৩১ জুলাই।খবর আরব নিউজ, গালফ নিউজ ও খালিজ টাইমসের।

এদিন কমিটি কোথাও চাঁদ দেখার খবর পায়নি। মঙ্গলবার (২১ জুলািই) সূর্যাস্তের পর চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছি। অর্থাৎ ইসলামিক পঞ্জিকার ১২তম মাস শুরু হতে যাচ্ছে ২২ জুলাই (বুধবার)। ওইদিন থেকে হজও শুরু হবে। এবার অবশ্য নির্বাচিত মাত্র ১০ হাজার জন হজ পালনের সুযোগ পাচ্ছেন।খবরে বলা হয়, ঈদের ছুটিও নির্ধারণ করেছে দেশটি। বেসরকারিখাতের চাকরিজীবীরা চারদিনের ছুটি পাবেন। যা শুরু হবে ৩০ জুলাই (বৃহস্পতিবার), শেষ হবে ২ আগস্ট (রোববার)। আর সরকারি চাকরিজীবীরা ছুটি পাবেন দুই সপ্তাহের। তাদের ছুটি শুরু হবে ২৪ জুলাই (শুক্রবার), শেষ হবে ৮ আগস্ট (শনিবার)। ৯ আগস্ট (রোববার) থেকে কাজে যোগ দেবেন তারা।

You might also like