শাবিপ্রবিতে প্রথমবারের মত চালু হচ্ছে ই-সাইন সার্টিফিকেট
সিলেট অফিস
সত্যবাণী
সিলেট: দেশে প্রথমবারের মত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে রিলিফ ভেলিডেশনের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। এতে অনলাইন ই-সাইনের মাধ্যমে পাওয়া যাবে সনদ।
শাবিপ্রবি থেকে সংবাদদাতা জানান, ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় প্রশাসন ভবনের সভাকক্ষে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, আজকের চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান শাবিপ্রবির জন্য এক নতুন ইতিহাস। দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ই-সাইন সার্টিফিকেট প্রবর্তন করতে যাচ্ছে এ বিশ্ববিদ্যালয়, যা স্মার্ট বাংলাদেশ গঠনে কার্যকরী ভূমিকা পালন করবে। আন্তর্জাতিক মানের সাইবার নিরাপত্তা ব্যবস্থায় ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ থেকে ই-সাইন সার্টিফিকেটের আওতায় আসবে শিক্ষার্থীরা।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, এপ্লাইড সাইন্সেস এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. আরিফুল ইসলাম, সিএসই বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ রেজা সেলিম, রিলিফ ভেলিডেশানের চিফ ফিনান্সশিয়াল অফিসার মো. সাফকাত মতিন ও চিফ অপারেটিং অফিসার আনড্রেস রিথমুলার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. চন্দ্রানী নাগ, আইআইসিটির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ফজলুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মুজিবুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, হল প্রভোস্টবৃন্দ এবং অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রমুখ।