সাংবাদিকদের সাথে বিশ্বনাথের নবাগত ইউএনও’র মতবিনিময়
সিলেট অফিস
সত্যবাণী
সিলেট: সিলেটের বিশ্বনাথে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার। এ সময় তিনি বিশ্বনাথকে সেরা উপজেলায় রূপান্তরিত করতে সবার সহযোগিতা কামনা করেন।
বিশ্বনাথ থেকে সংবাদদাতা জানান, ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার ইউএনও শাহিনা আক্তারের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, বর্তমান সভাপতি আশিক আলী, সহ-সভাপতি কামাল মুন্না, সাধারণ সম্পাদক নবীন সুহেল, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, প্রনঞ্জয় বৈদ্য অপু।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দুস সালাম, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জামাল মিয়া, সদস্য নুর উদ্দিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য কামরুল আশিকী।