উৎসবের মাধ্যমেই আমরা আনন্দ ভাগাভাগি করি-নিরাজ কুমার জয়সওয়াল
সত্যবাণী
সিলেট অফিসঃ ভারতের সহকারী হাই কমিশন সিলেটের সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জয়সওয়াল বলেছেন, বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আবহমানকাল ধরে এ দেশের সনাতন সম্প্রদায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা উপাচার ও অনুষ্ঠানাদির মাধ্যমে দুর্গাপূজা উদযাপন করে আসছে। দুর্গাপূজা কেবল ধর্মীয় উৎসব নয়, সামাজিক উৎসবও বটে। দুর্গোৎসব উপলক্ষে ধর্ম-বর্ণ নির্বিশেষে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন, পাড়া-প্রতিবেশী একত্রিত হন, মিলিত হন আনন্দ-উৎসবে। তাই এ উৎসব সর্বজনীন। এ সার্বজনীনতা প্রমাণ করে, ধর্ম যার যার, উৎসব সবার।
তিনি আরো বলেন, উৎসবের মাধ্যমেই আমরা সকলেই আনন্দ ভাগাভাগি করতে পারি। উৎসবের মাধ্যমে একে অপরের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠে। বাংলাদেশ-ভারতের মধ্যেও তেমনি একটি গভীর সম্পর্ক রয়েছে। আর সেই সম্পর্কের মাধ্যমেই বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্প্রীতির মিলন রয়েছে।
২৩ অক্টোবর সোমবার দুপুর ১২টায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রীহট্ট সংস্কৃত কলেজ পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি একথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলে তাঁর সহধর্মিনী নিতা জয়সওয়াল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ ও পূজা কমিটির প্রধান সমন্বয়কারী ড. দিলীপ কুমার দাস চৌধুরী, সিলেট সাংস্কৃতিক কলেজের পূজা কমিটির সভাপতি ডা: রনজিত দেবনাথ, সহ-সভাপতি জয়ন্ত ব্যানার্জী, সাধারণ সম্পাদক বিন্দু মজুমদার, প্রফেসর ড. হিমাদ্রী শিখর রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অর্জুন কুমার চক্রবর্তী, সহ-সাংগঠনিক সম্পাদক শংকর দাস, কোষাধ্যক্ষ সাধন চন্দ্র কিলিখদার প্রমুখ।