পুনরায় নির্বাচিত হলে সুনামগঞ্জে এয়ারপোর্ট হবে

সত্যবাণী
সিলেট অফিসঃ পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বঙ্গবন্ধু টানেলসহ বড় বড় মেগা প্রকল্প আ’লীগ সরকার তথা শেখ হাসিনার হাত ধরে হয়েছে। ২৪ অক্টোবর মঙ্গলবার ছাতকের গোবিন্দগঞ্জে এলাকাবাসীর সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, টেক্সটাইলসহ অনেকগুলো প্রকল্প সুনামগঞ্জ হয়েছে। উড়াল সেতু হবে, আগামীতে ছাতক-গোবিন্দগঞ্জ হয়ে রেললাইন সুনামগঞ্জ যাবে। আমার ইচ্ছে যদি আগামীতে আবার নির্বাচিত হতে পারি তবে সুনামগঞ্জে এয়ারপোর্ট হবে। আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে উন্নয়নের অংশীদার হতে সহযোগিতা কামনা করেন তিনি।
ছাতক থেকে সংবাদদাতা জানান, এ সময় তিনি গোবিন্দগঞ্জ বর্জ্য নিষ্কাশনের সুন্দর উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং বর্জ্য নিষ্কাশনের গৃহিত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
শুরুতে স্বাগত বক্তব্যে গোবিন্দগঞ্জ ডেভলাপমেন্ট গ্রুপের চেয়ারম্যান আইয়ুব করম আলী বলেন, নগরায়নের খারাপ দিকটার দিকে আমাদের নজর নাই। গোবিন্দগঞ্জকে একটা পরিকল্পিত ছোট্ট শহর হিসেবে গড়ে তুলতে এবং এই এলাকাটাকে আমরা কিভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পারি সেই বিষয়ে একটা প্ল্যান করে পরিকল্পনামন্ত্রী, জেলা প্রশাসক ও ইউএনও’র কাছে পাঠিয়েছি।
দক্ষিণ খুরমা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিলন মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, বিশিষ্ট মুরব্বি তৈয়বুর রহমান, গোবিন্দগঞ্জ ডেভলাপমেন্ট গ্রুপের সহ-সভাপতি এস এম চয়ন, গোবিন্দগঞ্জ ডেভলাপমেন্ট গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুল গফফার, সদস্য সচিব জাহিদ হাসান ডালিম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তজম্মুল হক রিপন, ব্রিজ একাডেমির ৭ম শ্রেণীর ছাত্রী ছোঁয়া।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ এলজিইডি নির্বাহী প্রকৌশলী মাহবুবুল আলম, ছাতকের এএসপি (সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক, শান্তিগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, ছাতক থানার ওসি শাহ আলম, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, শিক্ষক মুস্তাক আহমদ, ব্যবসায়ী মুহিবুর রহমান, খালেদ্দুজামান, জাহাঙ্গীর আলম প্রমুখ।

You might also like