৯৭ সহকারী জজ নিয়োগ ও পদায়ন
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আজ মঙ্গলবার ৯৭ জন সহকারী জজ নিয়োগপূর্বক পদায়নের আদেশ জারি করা হয়েছে।নিয়োগকৃত কর্মকর্তাগণকে আগামী ১৯ নভেম্বর তাঁদের পদায়নকৃত কর্মস্থলে জেলা ও দায়রা জজ এর নিকট যোগদান করতে হবে।বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সুপারিশের প্রেক্ষিতে ৯৭ জন মনোনীত প্রার্থীকে অস্থায়ী ভিত্তিতে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে সহকারী জজ পদে নিয়োগ করা হয়েছে।