বাংলা একাডেমির ফেলোশিপ পেলেন সিলেটের মণিপুরী কবি এ কে শেরাম

সত্যবাণী
সিলেট অফিসঃ বাংলা একাডেমির ফেলোশিপ সম্মননা পেলেন বিশিষ্ট কবি ও গবেষক এ কে শেরাম। আদিবাসী গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমির সাম্মানিক ফেলোশিপ পেয়েছেন তিনি।
আগামী ২৩ নভেম্বর বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৬তম বার্ষিক সভায় এ ফেলোশিপ প্রদান করা হবে। বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নুরুল হুদা স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
এদিকে, কবি এ কে শেরামের বাংলা একাডেমির ফেলোশিপ প্রাপ্তিতে সিলেটের বিভিন্ন সাহিত‌্য-সাংস্কৃতিক সংগঠন তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

You might also like