দ্বাদশ সংসদ নির্বাচনঃ সিলেটের ১৫ আসনে জাপার প্রার্থী ঘোষণা

সত্যবাণী
সিলেট অফিসঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি। সিলেট বিভাগের ১৯ আসনের মধ্যে ১৫টিতে প্রার্থী চুড়ান্ত করেছে দলটি। দলীয় মহাসচিব মুজিবুল হক চুন্নু প্রার্থীদের নাম ঘোষণা করেন। ২৭ নভেম্বর সোমবার সন্ধ্যে পৌণে ৬ টার দিকে পার্টি চেয়ারম্যানের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এসব প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি।

সিলেট জেলার ৬টি আসনের মধ্যে সিলেট-১ আসনে শিল্পপতি নজরুল ইসলাম বাবুল, সিলেট-২ আসনে সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মকসুদ ইবনে আজিজ লামা, সিলেট-৩ আসনে শিল্পপতি আতিকুর রহমান আতিক, সিলেট-৪ আসনে এটিএম তাজ রহমান, সিলেট-৫ আসনে সাব্বির আহমদ ও সিলেট-৬ আসনে সাবেক এমপি মোহাম্মদ সেলিম উদ্দিনকে মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি।
সুনামগঞ্জের জাপা মনোনীত প্রার্থীরা হলেন সুনামগঞ্জ-১ আসনে মো. আব্দুল মান্নান তালুকদার, সুনামগঞ্জ-৪ আসনে পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ-৫ আসনে নাজমুল হুদা। সুনামগঞ্জ ২ ও ৩ আসনে প্রার্থী ঘোষণা দেয়নি জাতীয় পার্টি।
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে আহম্মদ রিয়াজ উদ্দিন, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে আব্দুল মালিক, মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে রুহুল আমিনকে মনোনীত দিয়েছে জাপা। মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে প্রার্থী ঘোষণা করেনি দলটি।
হবিগঞ্জে জাপার মনোনয়ন প্রাপ্তরা হলেন, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে এমএ মুনিম চৌধুরী বাবু, হবিগঞ্জ-৩ (সদর-লাখাই) আসনে আব্দুল মুমিন চৌধুরী, হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে আহাদ উদ্দিন চৌধুরী শাহীন। জাতীয় পার্টি হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে প্রার্থী মনোনয়ন দেয়নি।

You might also like