তেজগাঁওয়ে ক্রেনের আঘাতে লাইনচ্যুত ট্রেন, রেল যোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশন থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে আসার পথে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে লাইনচ্যুত হয়েছে তিতাস কম্পিউটার ট্রেন। ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ২০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার।মাসুদ সারওয়ার বলেন, তিতাস কমিউটার ট্রেন তেজগাঁও স্টেশন ছেড়ে আসার পরপরই এ ঘটনা ঘটে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে ওই ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়ে গেছে। এখন উদ্ধার অভিযান চলছে।তিনি আরও বলেন, প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে সারা দেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

You might also like