দ্বাদশ সংসদ নির্বাচনঃ ৩ দিনে সিলেটের ৭ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন

সত্যবাণী
সিলেট অফিসঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে প্রাথমিকভাবে প্রার্থিতা বাতিল হওয়া প্রার্থীদের আপিলের রায় শুনানি হচ্ছে গত ৩ দিন ধরে। এ সময়ে সিলেট বিভাগের ৭ প্রার্থী মনোনয়ন ফিরে পেয়েছেন। সর্বশেষ ১২ ডিসেম্বর মঙ্গলবার শুনানির তৃতীয় দিন প্রার্থিতা ফিরে পান সিলেটের ৫ জন।
এরআগে ১১ ডিসেম্বর সোমবার আপিলের দ্বিতীয় দিনে আরও দু’জন তাঁদের প্রার্থীতা ফিরে পান। এদিন সুনামগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মোবারক হোসেন ও সিলেট-২ আসনে গণফোরাম প্রার্থী ও বর্তমান এমপি মোকাব্বির খান প্রার্থিতা ফিরে পান।
মঙ্গলবার প্রার্থিতা ফিরে পাওয়া ৫ জন হলেন, সিলেট-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল ও ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী মইনুল ইসলাম, সিলেট-২ আসনে বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী মোহাম্মদ জহির, সিলেট-৪ আসনে তৃণমূল বিএনপি প্রার্থী আবুল হোসেন ও সুনামগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান।
তবে, প্রথম দিন রোববার সিলেটের কোনো আসনের শুনানি অনুষ্ঠিত হয়নি।
উল্লেখ্য, ১৩ ডিসেম্বর বুধবার ৩০১-৪০০ নম্বর আপিল, ১৪ ডিসেম্বর ৪০১-৫০০ নম্বর আপিল এবং ১৫ ডিসেম্বর ৫০১ থেকে অবশিষ্ট আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
এরআগে যাচাই-বাছাইয়ের পর তাদের মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্রিং কর্মকর্তারা। পরে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল করেন তারা। আপিলে প্রার্থিতা ফিরে পাচ্ছেন অনেকে।
দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। এরপর চূড়ান্ত প্রার্থীর সংখ্যা জানা যাবে। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। এরপর প্রচারে নামবেন প্রার্থীরা, যা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ব্যালটে ভোট হবে ৭ জানুয়ারি।

You might also like