ধর্মান্ধতার বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদের আহবান সামাজিক আন্দোলনের
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ বিজয় দিবসকে সামনে রেখে সম্মিলিত সামাজিক আন্দোলনের সভায় বক্তারা বলেছেন, সময়ের ব্যবধানে আজ আমরা আমাদের অর্জনগুলো হারাতে বসেছি। আজকের প্রজন্মের কাছে রাজনীতির যে সংস্কৃতি পরিচিত হচ্ছে তা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।রাজনীতিতে কালোটাকা, পেশীশক্তি, লুটপাট, দূর্নীতি ও ধর্মান্ধতার ব্যবহারের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ গড়ে তোলার দৃঢ়চিত্ত নিয়ে একটি বৈষম্য মুক্ত, অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াইকে এগিয়ে নিতে হবে।শুক্রবার (১৫ ডিসেম্বর) মহান বিজয় দিবসের ৫২তম বার্ষিকী উপলক্ষে সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশ ও গণসংগীত অনুষ্ঠানে বক্তারা উপরিউক্ত মন্তব্য করেন। শাহবাগে যাদুঘর সামনের রাস্তায় সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ও বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এসএমএ সবুর।
সভায় বক্তারা আরও বলেন, আজ থেকে বায়ান্ন বছর আগে স্বৈরাচারী আয়ুব-ইয়াহিয়াকে বিতাড়িত করার মধ্য দিয়ে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের জন্ম। কিন্তু মুক্তিযুদ্ধের পর যারা স্বাধীনতার চেতনাকে বিসর্জন দিয়ে কায়েমি স্বার্থ হাসিল করেছেন, মুক্তিযুদ্ধের বিরোধী জামাত শিবির-সহ ধর্মান্দ্ধ শক্তিকে প্রতিষ্ঠার সূযোগ করে দিয়েছেন, যারা মানুষের উপর অত্যাচার,শোষণ করে দেশ-বিদেশে সম্পদের পাহাড় গড়েছেন তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি আমদের।আমরা একটি প্রকৃত গণতান্ত্রিক অসাম্প্রদায়িক চেতনার বৈষম্য মুক্ত স্থিতিশীল বাংলাদেশ দেখতে চাই। স্বাধীন বাংলাদেশের চেতনার সাথে যাদের সম্পর্ক নেই, মুক্তিযুদ্ধের সময়ে যারা দেশ বিদেশে বসে ষড়যন্ত্র করেছে এমনকি এখনও যারা স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, জাতির সামনে তাদের স্বরূপ উন্মোচন করা প্রয়োজন। একইসাথে আগামী নির্বাচনে যেনো মানুষ নিজে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করতে পারে তার নিশ্চয়তা চাই।
সমাবেশে বক্তব্য রাখেন- সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মুক্তিযুদ্ধ যাদুঘরের ট্রাষ্টি ও ডাক্তার সারওয়ার আলী, সম্মিলিত সামাজিক আন্দোলন সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে আজাদ, সম্মিলিত সামাজিক আন্দোলন সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজ, কেন্দ্রীয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক রেজাউল কবীর, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জহির প্রমূখ।আনন্দন শিল্পীদের গান ও জাতীয় সংগীত পরিবেশনায় শহীদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে সভা সমাপ্তি হয়। সভায় সমাবেশে ঘোষণা পত্র পাঠ করেন সম্মিলিত সামাজিক আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট পারভেজ হাসেম। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য শাহিন আক্তার।
সভাপতির বক্তব্যে এডভোকেট এসএমএ সবুর বলেন- মহান মুক্তিযুদ্ধ আজ ৫২ বছর পেরিয়ে যাচ্ছে তার বিপরীতে মেহনতী মানুষের ভাগ্য এখনো বদলায়নি। এখনো মানুষ অনেক কষ্ট করছে- মৌলিক সুযোগ সুবিধা পাচ্ছে না। দেশে কিছু উন্নয়ন হলেও, উন্নয়ন হয়নি কৃষক, শ্রমিক ও মেহনতী মানুষের আমরা এমন বৈষম্য রাষ্ট্র চাইনি। আমরা চাই ধমর্নিরপেক্ষ, গণতান্ত্রিক সমতাভিক্তিক সব মানুষের রাষ্ট্র্।ডা. সারওয়ার আলী বলেন- মানবিক দেশ হবে সাম্য ও মানবিক ধারাবাহিকতায়।আমরা চেয়েছিলাম ধমর্নিরপেক্ষ শোষণ ও দুনীর্তিমুক্ত সকল মানুষের সমঅধিকার ও সমতাভিক্তিক রাষ্ট্র।কিন্তু সরকারের নিয়ন্ত্রণ নেই কারোর উপর।৩০ লক্ষ মানুষ যা চেয়েছিল তা পেলাম না।মানুষের জনদুভোগ বাড়ছে। আমরা মহান মুক্তিযুদ্ধের বায়ান্নতম বিজয় দিবসে আহবান জানাই দেশের বাহিরে কোন চক্রান্ত নয়, মহান স্বাধীনতাকে অনুসরণ করে সকল গণতান্ত্রিক শক্তির শুভবুদ্ধির পরিচয় দিয়ে, জাতীয় সংকট নিরসনের পথে আসুন।স্বাধীনতা বিরোধী জাতীয় ও আন্তর্জাতিক চক্রের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হোন। জনগণের নিরাপদ জীবন-জীবিকা নিশ্চিত করুন।