জগন্নাথপুরে মহিলা কলেজ ও মেডিকেল ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করবো-পরিকল্পনামন্ত্রী
সত্যবাণী
সিলেট অফিসঃ পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, শেখ হাসিনার সরকার সব সময় উন্নয়নমূখী। এই সরকারের কর্মমূখী ধারাবাহিকতায় জগন্নাথপুর ও শান্তিগঞ্জে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে৷ আগামী ৭ জানুয়ারির নির্বাচনে আ’লীগ ফের ক্ষমতায় গেলে জগন্নাথপুরে মহিলা কলেজ ও মেডিকেল ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করা হবে।
জগন্নাথপুর থেকে সংবাদদাতা জানান, ২৬ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ দলিল লেখক সমিতি জগন্নাথপুর উপজেলা শাখা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, আ’লীগ সরকারের উন্নয়নের লক্ষ্য গ্রাম ও শহরের মধ্যে সুষম উন্নয়ন করা, যা অতীতে কোনো সরকার পারেনি। ইতোপূর্বে জগন্নাথপুরে সিলেট বিভাগের দীর্ঘতম রানীগঞ্জ সেতু নির্মিত হয়েছে। এছাড়া ৩০০ কোটি টাকা ব্যয়ে জগন্নাথপুরে কৃষি ইন্সটিটিউট স্থাপিত হচ্ছে। এছাড়াও জগন্নাথপুর-শান্তিগঞ্জে যোগাযোগ ব্যবস্থাসহ নানাবিধ উন্নয়ন হয়েছে।
মন্ত্রী বলেন, আ’লীগ সরকারের ১৫ বছরের শাসনামলে গ্রাম ও শহরের উন্নয়নে পার্থক্য ছিল না। দু’ জায়গায় দেদারসে উন্নয়ন হয়েছে। আর তা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কারণে।
দলিল লেখক সমিতি জগন্নাথপুর উপজেলা সভাপতি বশির আহমদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, সুনামগঞ্জ জেলা আ’লীগের উপদেষ্টা কমিটির সদস্য সিদ্দিক আহমেদ, উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, জেলা আ’লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল কাশেম।
বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু মিয়া, উপজেলা ভাইস চেযারম্যান আবুল হোসেন লালন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক বজলুর রশীদ চৌধুরী।