সিলেট ওয়াসার অফিস বরাদ্দ ও জনবল নিয়োগ হয়নিঃ চেয়ারম্যান পদে ডাঃ হাফিজ

সত্যবাণী
সিলেট অফিসঃ প্রতিষ্ঠার ২ বছরেও সিলেট ওয়াসা বোর্ডের অফিস বরাদ্দ ও জনবল নিয়োগ এখনো হয়নি। তবে এটি প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে একাধিক সূত্রে জানা গেছে। ২০২২ সালের ২ মার্চ নগরির পানি ও পয়ঃনিষ্কাশন সমস্যা নিরসনে সিলেট ওয়াসা বোর্ড প্রতিষ্ঠিত হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ সাঈদ-উর-রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পানি সরবারাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ (১৯৯৬ সনের ৬নং আইন) এর ৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার ২ মার্চ হতে সিলেট সিটি কর্পোরেশনভূক্ত এলাকার জন্য ‘সিলেট পানি সরবরাহ ও পয়নিষ্কাশন কর্তৃপক্ষ’ প্রতিষ্ঠা করা হলো। সংশ্লিষ্টরা আশা করছেন, সংস্থার কার্যক্রম পুরোদমে চালু হলে নগরবাসীর সুপের পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার দ্রুত উন্নতি হবে।
এদিকে, নবগঠিত পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ সিলেট ওয়াসা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন সিলেট তথা দেশের প্রথিতযশা চিকিৎসক অধ্যাপক ডাঃ একেএম হাফিজ। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্তক্রমে ২০২৩ সালের ডিসেম্বর মাসের শেষদিকে তিনি এ পদের দায়িত্বভার গ্রহণ করেন। ডাঃ একেএম হাফিজ তার উপর অর্পিত এ দায়িত্ব পালনে সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। ডাঃ একেএম হাফিজ সিলেট নগরির হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যাপক ও নাক-কান-গলা (ইএনটি) বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে বর্তমানে অবসরে রয়েছেন। তিনি দেশের চিকিৎসকের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সিলেট জেলা শাখার ১৯৯৭-৯৯ ও ১৯৯৯-২০০১ সাল পর্যন্ত ২ মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেন। এরআগে ১৯৭৭-৭৮ সালে ডাক্তারদের অপর সংগঠন স্বাধীনতা চিকিৎসক হিসেবে দায়িত্বরত আছেন। এছাড়াও ডাঃ একেএম হাফিজ সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক সিলেট নগরিতে দীর্ঘমেয়াদী করদাতা হিসেবে বিশেষ সম্মাননা পদকে ভূষিত হন।

You might also like