সিলেট ওয়াসার অফিস বরাদ্দ ও জনবল নিয়োগ হয়নিঃ চেয়ারম্যান পদে ডাঃ হাফিজ
সত্যবাণী
সিলেট অফিসঃ প্রতিষ্ঠার ২ বছরেও সিলেট ওয়াসা বোর্ডের অফিস বরাদ্দ ও জনবল নিয়োগ এখনো হয়নি। তবে এটি প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে একাধিক সূত্রে জানা গেছে। ২০২২ সালের ২ মার্চ নগরির পানি ও পয়ঃনিষ্কাশন সমস্যা নিরসনে সিলেট ওয়াসা বোর্ড প্রতিষ্ঠিত হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ সাঈদ-উর-রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পানি সরবারাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ (১৯৯৬ সনের ৬নং আইন) এর ৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার ২ মার্চ হতে সিলেট সিটি কর্পোরেশনভূক্ত এলাকার জন্য ‘সিলেট পানি সরবরাহ ও পয়নিষ্কাশন কর্তৃপক্ষ’ প্রতিষ্ঠা করা হলো। সংশ্লিষ্টরা আশা করছেন, সংস্থার কার্যক্রম পুরোদমে চালু হলে নগরবাসীর সুপের পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার দ্রুত উন্নতি হবে।
এদিকে, নবগঠিত পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ সিলেট ওয়াসা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন সিলেট তথা দেশের প্রথিতযশা চিকিৎসক অধ্যাপক ডাঃ একেএম হাফিজ। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্তক্রমে ২০২৩ সালের ডিসেম্বর মাসের শেষদিকে তিনি এ পদের দায়িত্বভার গ্রহণ করেন। ডাঃ একেএম হাফিজ তার উপর অর্পিত এ দায়িত্ব পালনে সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। ডাঃ একেএম হাফিজ সিলেট নগরির হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যাপক ও নাক-কান-গলা (ইএনটি) বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে বর্তমানে অবসরে রয়েছেন। তিনি দেশের চিকিৎসকের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সিলেট জেলা শাখার ১৯৯৭-৯৯ ও ১৯৯৯-২০০১ সাল পর্যন্ত ২ মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেন। এরআগে ১৯৭৭-৭৮ সালে ডাক্তারদের অপর সংগঠন স্বাধীনতা চিকিৎসক হিসেবে দায়িত্বরত আছেন। এছাড়াও ডাঃ একেএম হাফিজ সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক সিলেট নগরিতে দীর্ঘমেয়াদী করদাতা হিসেবে বিশেষ সম্মাননা পদকে ভূষিত হন।