দ্বাদশ সংসদ নির্বাচনঃ মৌলভীবাজার-২ আসনে বিজয়ী নাদেল
সত্যবাণী
সিলেট অফিসঃ মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে এমপি নির্বাচিত হয়েছেন আ’লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
স্থানীয় আ’লীগের নির্বাচনী এজেন্ট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী কুলাউড়া থেকে সংবাদদাতা জানান, মোট ১০৩টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী ‘নৌকা’ প্রতীকে শফিউল আলম চৌধুরী নাদেল ৭৩,৫২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ‘ট্রাক’ প্রতীকে একেএম শফি আহমদ সলমান পেয়েছেন ১৫,১৬৮ ভোট এবং তৃণমূল বিএনপি’র প্রার্থী এমএম শাহীন ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে পেয়েছেন ১০,৫৭৫ ভোট।