দ্বাদশ সংসদ নির্বাচনঃ সুনামগঞ্জ-৫ আসনে বিজয়ী মানিক
সত্যবাণী
সিলেট অফিসঃ সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে ১৬৪টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আ’লীগ মনোনীত প্রার্থী, বর্তমান এমপি মুহিবুর রহমান মানিক।
ছাতক থেকে সংবাদদাতা জানান, নৌকা প্রতীকে মানিক পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৪০৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, স্বতন্ত্র প্রার্থী শামিম আহমদ চৌধুরী। ঈগল প্রতীকে তিনি পেয়েছেন ৯১ হাজার ৮৮৮ ভোট।