দ্বাদশ সংসদ নির্বাচনঃ চমক দেখিয়ে হবিগঞ্জ-১ আসনে জিতলেন স্বতন্ত্র প্রার্থী কেয়া চৌধুরী

সত্যবাণী
সিলেট অফিসঃ হবিগঞ্জ -১ (নবীগঞ্জ- বাহুবল ) আসনে ৪৫ হাজার ভোটের ব্যবধানে লাঙ্গল প্রতীকের প্রার্থীকে হারিয়ে চমক দেখিয়েছেন আ’লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
এ আসনের ১৭৭টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী কেয়া চৌধুরী ঈগল প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৬৮৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী জোট সমর্থিত, জাপা মনোনীত সাবেক এমপি এমএ মুনিম চৌধুরী বাবু লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৪৩০ ভোট। ৪৫ হাজার ২৫৭ ভোটের ব্যবধানে জয়ী হন কেয়া।
নবীগঞ্জ থেকে সংবাদদাতা জানান, এ আসনে ভোটের আগে থেকেই নানা নাটকীয়তা চলছিলো। নির্বাচনী তফসিল ঘোষণার পর এই আসনে আ’লীগের হয়ে প্রতিদ্বন্দিতা করার জন্য দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন ৬ জন। তবে সে সময় সবাইকে চমকে দিয়ে কেন্দ্রীয় আ’লীগ নেতা ডা. মুশফিক হোসেন চৌধুরীকে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়া হয়।
এরপর জাতীয় পার্টির সাথে আসন সমঝোতায় প্রার্থিতা প্রত্যাহার করেন ডা. মুশফিক। স্বতন্ত্র হিসেবে মনোনয়ন নিয়েও পরে সরে দাঁড়ান গাজী মোহাম্মদ শাহেদ। এতে মূল প্রতিদ্বন্দিতা দাঁড়ায় স্বতন্ত্র কেয়া চৌধুরী আর এমএ মুনিম চৌধুরীর মধ্যে। তবে শেষ পর্যন্ত শেষ হাসিটা হাসলেন কেয়া চৌধুরীই।

You might also like