দ্বাদশ সংসদঃ দু’দিনের বৈঠকেই গঠন হল ২৮ সংসদীয় স্থায়ী কমিটি

নিউজ ডেস্ক
সত্যবাণীঃ দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় ও তৃতীয় দিনের বৈঠকে ৫০টি সংসদীয় স্থায়ী কমিটির মধ্যে ২৮টি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। দ্বিতীয় দিনে ১২টি এবং তৃতীয় দিনে ১৬ টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। এরমধ্যে ৮টি সংসদ সম্পর্কিত এবং বাকি ২০টি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
দ্বিতীয় কার্যদিবসে গঠন হওয়া কমিটিগুলোর মধ্যে কার্যউপদেষ্টা কমিটি ও সংসদ কমিটি স্পিকার শিরীন শারমিন চৌধুরীর মনোনয়নে গঠন করা হয়।
সংসদ নেতার অনুমতি নিয়ে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বাকি ১০টি সংসদীয় স্থায়ী কমিটির প্রস্তাব করেন। পরে তা কণ্ঠ ভোটে পাশ হয়।
বৈঠকে স্পিকার বলেন, সংসদের দ্বিতীয় বৈঠকের মধ্যে সব স্থায়ী কমিটি গঠন সংসদকে কার্যকর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং মাইলফলক হিসেবে বিবেচিত হবে। প্রধানমন্ত্রীর স্বহাতে লেখা কমিটির তালিকা সংসদের রেকর্ডরুমে সংরক্ষণ করা হবে।
কমিটির নাম প্রস্তাবের আগে চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা ৫০টি কমিটির সবগুলোই নিজে হাতে লিখে তৈরি করে দিয়েছেন। সংসদ চাইলে একদিনেই সবগুলো কমিটি গঠন করা সম্ভব হবে।
কমিটি গঠনের প্রক্রিয়া শেষে স্পিকার বলেন, ‘দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় বৈঠক থেকেই সকল সংসদীয় স্থায়ী কমিটি গঠন প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে প্রস্তুত করার জন্য সংসদ নেতা প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’ ঘোষিত কমিটিগুলোর পূর্ণাঙ্গ তালিকা তুলে ধরা হলোঃ-
কার্য উপদেষ্টা কমিটিঃ
স্পিকার শিরীন শারমিন কার্য উপদেষ্টা কমিটির নাম ঘোষণা করেন। সভাপতি-স্পিকার শিরীন শারমিন চৌধুরী নিজেই। সদস্য-সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, গোলাম মোহাম্মদ (জিএম) কাদের, আনিসুল হক, আনিসুল ইসলাম মাহমুদ, আব্দুল লতিফ সিদ্দিকী, শামসুল হক টুকু, দীপু মনি, নূর-ই-আলম চৌধুরী, একেএম রেজাউল করিম তানসেন।
সংসদ কমিটিঃ
সভাপতি-চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী (মাদারীপুর-১)। সদস্য-রআম উবায়দুল মুক্তাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩), ইকবালুর রহিম (দিনাজপুর-৩), আবু সাঈদ আল মাহমুদ স্বপন (জয়পুরহাট-২), আবু জাহির (হবিগঞ্জ-৩), আশেক উল্লাহ রফিক (কক্সবাজার-২), কাজী নাবিল আহমেদ (যশোর-৩), ছানোয়ার হোসেন (টাঙ্গাইল-৫), সাজ্জাদুল হাসান (নেত্রকোনা-৪), এসএম শাহজাদা (পটুয়াখালী-৩) ও একেএম মোস্তাফিজুর রহমান (কুড়িগ্রাম-১)।
সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিঃ
সভাপতি-জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহম্মেদ (ঠাকুরগাঁও-৩)।সদস্য-আহম মুস্তাফা কামাল (কুমিল্লা-১),মোস্তাফিজুর রহমান (দিনাজপুর-৫),কামরুল ইসলাম আবু সাঈদ আল মাহমুদ স্বপন (জয়পুরহাট-২),ফয়জুর রহমান (ব্রাহ্মণবাড়িয়া-৫),মজিবুল হক (কিশোরগঞ্জ-৩),জাহিদ মালেক (মানিকগঞ্জ-৩),সুরেন্দ্রনাথ চক্রবর্তী (নওগাঁ-৩),নূর মোহাম্মদ (জামালপুর-১),আখতারউজ্জামান (গাজীপুর-৫) এবং  এসএকে একরামুজ্জামান (ব্রাহ্মণবাড়িয়া-১)।
সরকারি প্রতিষ্ঠান কমিটিঃ
সভাপতি-আবুল কালাম আজাদ (জামালপুর-৫)। সদস্য-মোরশেদ আলমনোয়াখালী-২, আশরাফ আলী খান খসরু (নেত্রকোনা-২),সৈয়দ মুহম্মদ ইবরাহিম (কক্সবাজার-১),আলাউদ্দিন আহমেদ চৌধুরী (ফেনী-১),নুরুজ্জামান আহমেদস (লালমনিরহাট-২),সিদ্দিকুর রহমান পাটোয়ারী (নাটোর-৪)ও আনোয়ারুল আশরাফ খান (নরসিংদী-২ )।
অনুমিত হিসাব কমিটিঃ
সভাপতি-ক্যাপ্টেন (অবঃ) এবি তাজুল ইসলাম (ব্রাহ্মণবাড়িয়া-৫)। সদস্য-নূর-ই-আলম চৌধুরী (মাদারীপুর-১),সালমান ফজলুর রহমান (ঢাকা-১),মাহবুব-উল আলম হানিফ (কুষ্টিয়া-৩),মো. রশীদুজ্জামান (খুলনা-৪),মো. নজরুল ইসলাম (নরসিংদী-১),প্রাণ গোপাল দত্ত (কুমিল্লা-৭),আব্দুল ওয়াদুদ (রাজশাহী-৫) ও শাহরিয়ার আলম (রাজশাহী-৫)।
জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিঃ
সভাপতি-মোহাম্মদ সাদিক (সুনামগঞ্জ-৪)।সদস্য-ভারপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী (ফরহাদ হোসেন), সদস্য-নূর-ই-আলম চৌধুরী (মাদারীপুর-১),বীরেন সিকদার (মাগুরা-২),শরীফ আহমেদ (ময়মনসিংহ-২),মোতাহেরুল ইসলাম চৌধুরী (চট্টগ্রাম-১২),শাহদাব আকবর (ফরিদপুর-২), রাজশাহী-৩ আসাদুজ্জামান আসাদ (রাজশাহী-৫)ও শাহ সারোয়ার কবীর (গাইবান্ধা-২)।
সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটিঃ
সভাপতি-মুহিবুর রহমান মানিক (সুনামগঞ্জ-৫)। সদস্য-মুজিবুল হক (কুমিল্লা-১১),রফিকুল ইসলাম (চাদঁপুর-৫),কামাল আহমেদ মজুমদার (ঢাকা-১৫),শফিকুর রহমান (চাদঁপুর-৪),ওমর ফারুক চৌধুরী (রাজশাহী-১)ও কে এম এম মোস্তাফিজুর রহমান (কুড়িগ্রাম-১)
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিঃ
সভাপতি-গোলাম দস্তগীর গাজী (নারায়ণগঞ্জ-১)। সদস্য-ভারপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী (জাহাঙ্গীর কবির নানক), আনোয়ারুল আজিম আনার (ঝিনাইদহ-৪),আনোয়ারুল আশরাফ খান (নরসিংদী-২),আব্দুল মোমিন মন্ডল (সিরাজগঞ্জ-৫),ওয়াকিল উদ্দিন (ঢাকা-১১),খান আহমেদ শুভ (টাঙ্গাইল-৭), রাগিবুল আহসান রিপু (বগুড়া-৬) ও মো. নাসের শাহরিয়ার জাহেদী (ঝিনাইদহ-২)।
বেসামিরক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিঃ সভাপতি-সাজ্জাদুল হাসান (নেত্রকোনা-৪)।সদস্য-ভারপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী (মুহম্মদ ফারুক খান), আশেকুল্লাহ রফিক (কক্সবাজার-২),আনোয়ার হোসেন খান (লক্ষ্মীপুর-১),শেখ তন্ময় (বাগেরহাট-২), মহিউদ্দিন বাচ্চু (চট্টগ্রাম-১০),শফিউল আলম চৌধুরী (মৌলভীবাজার-২)ও খসরু চৌধুরী (ঢাকা-১৯)।
শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিঃ
সভাপতি-আমির হোসেন আমু (ঝালকাঠি-২)।সদস্য-ভারপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী (নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন), কামাল আহমেদ মজুমদার (ঢাকা-১৫),মির্জা আজম (জামালপুর-৩),শামীম ওসমান (নারায়ণগঞ্জ-৪),আবদুল ওদুদ (চাঁপাইনবাবগঞ্জ-৩),আবদুল লতিফ সিদ্দিকী (টাঙ্গাইল-৪),মুহিতুর রহমান (ময়মনসিংহ-৪),এবিএম আনিসুজ্জামান (ময়মনসিংহ-৭)।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিঃ সভাপতি-শফিকুল ইসলাম (সিরাজগঞ্জ-৫)। সদস্য-ভারপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী (তাজুল ইসলাম), আবুল হাসনাত আব্দুল্লাহ (বরিশাল-১),সাঈদ খোকন (ঢাকা-৬),ছানোয়ার হোসেন (টাঙ্গাইল-৫),মতিয়ার রহমান (লালমনিরহাট-৩),রেজাউল হক চৌধুরী (কুষ্টিয়া-১),মোহাম্মদ আলী (নোয়াখালী-৬)এবং আরও একজন এমপি রয়েছেন।
খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিঃ
সভাপতি-শাহজাহান খান (মাদারীপুর-২)।সদস্য-ভারপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী (সাধন চন্দ্র মজুমদার), মকবুল হোসেন (পাবনা-৩),আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (ভোলা-৪),মোস্তফা আলম (বগুড়া-৭),আবুল কালাম মো. আহসানুল আলম (রংপুর-২),এসএম কামাল হোসেন (খুলনা-৩),এসএকে একরামুজ্জামান (ব্রাহ্মণবাড়িয়া-১), খান মো. সাইফুল্লাহ আল মেহেদি (বগুড়া-৩)।
তৃতীয় দিনে ১৬টি সংসদীয় কমিটি গঠন
তৃতীয় দিনের বৈঠকের ১৬টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। এরমধ্যে ১৪টি মন্ত্রণালয় সম্পর্কিত এবং দু’টি সংসদ সম্পর্কিত। গঠিত সংসদীয় স্থায়ী কমিটিগুলো নিম্নরূপঃ-
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিঃ
সভাপতি-সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ (সিলেট-৬)।সদস্য-ভারপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী (মহিবুল হাসান চৌধুরী নওফেল), মোতাহার হোসেন (লালমনিরহাট-১), আফম বাহাউদ্দিন নাছিম (ঢাকা-৮), আবদুল মজিদ (কুমিল্লা-২), আহমদ হোসেন (নেত্রকোনা-৫), বিপ্লব হাসান পলাশ (কুড়িগ্রাম-৪), আবদুল মালেক সরকার (ময়মনসিংহ-৬)ও আজিজুল ইসলাম (যশোর-৬)।
ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিঃ
সভাপতি-স্বতন্ত্র এমপি মাওলানা হুসামুদ্দীন চৌধুরী (সিলেট-৫)। সদস্য-ভারপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী (ফরিদুল হক খান), এইচএম ইব্রাহিম (নোয়াখালী-১), রশিদুজ্জামান (খুলনা-৬), বীর বাহাদুর উশৈসিং (বান্দরবান), রেজাউল হক চৌধুরী (কুষ্টিয়া-১), ননী গোপাল মণ্ডল (খুলনা-১), আবু জাফর মো. শফিউদ্দিন (কুমিল্লা-৮), মোহাম্মদ ফয়সাল (মুন্সীগঞ্জ-৩) ও আমানুর রহমান খান রানা (টাঙ্গাইল-৩)।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিঃ
সভাপতি-জাহিদ আহসান রাসেল (গাজীপুর-২)। সদস্য-মন্ত্রী/প্রতিমন্ত্রী (নাজমুল হাসান), মাশরাফী বিন মোর্ত্তজা (নড়াইল-২), শফিকুল ইসলাম শিমুল (নাটোর-২), মাইনুল হোসেন খান (ঢাকা-১৪), আব্দুস সালাম মুর্শেদী (খুলনা-৪), সাকিব আল হাসান (মাগুরা-১), সোলায়মান সেলিম (ঢাকা-৭) ও মহিউদ্দিন মহারাজ (পিরোজপুর-২)।
সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিঃ
সভাপতি-আসাদুজ্জামান নূর (নীলফামারী-২)। সদস্য-মন্ত্রী/প্রতিমন্ত্রী (চয়ন ইসলাম-সিরাজগঞ্জ-৬), ফেরদৌস আহমেদ (ঢাকা-১০), মো. সাদ্দাম হোসেন পাভেল (নীলফামারী-৩), জান্নাত আরা হেনরি ((সিরাজগঞ্জ-২), নাঈমুজ্জামান ভূইঁয়া (পঞ্চগড়-১), কামরুল আরেফিন (কুষ্টিয়া-২) ও সৈয়দ সায়েদুল হক (হবিগঞ্জ-৪)।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিঃ
সভাপতি-শেখ ফজলুল করিম সেলিম (গোপালগঞ্জ-২)। সদস্য-মন্ত্রী/প্রতিমন্ত্রী, (আফম রুহুল হক, সাতক্ষীরা-৩), জাহিদ মালেক (মানিকগঞ্জ-৩), সৈয়দা জাকিয়া নূর (কিশোরগঞ্জ-১), ডা. সামির উদ্দিন আহমেদ শিমুল (চাঁপাইনবাবগঞ্জ-১), আব্দুল আজিজ (সিরাজগঞ্জ-৩), মো. তৌহিদুজ্জামান (যশোর-২) ও হামিদুল হক খন্দকার (কুড়িগ্রাম-২)।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিঃ
সভাপতি-সাগুফতা ইয়াসমিন (মুন্সিগঞ্জ-২)। সদস্য- মন্ত্রী/প্রতিমন্ত্রী (সিমিন হোসেন রিমি), আব্দুল আজিজ (সিরাজগঞ্জ-৩), সৈয়দা জাকিয়া নূর (কিশোরগঞ্জ-১), খাদিজাতুল আনোয়ার (চট্টগ্রাম-২), তাহমিনা বেগম (মাদারীপুর-৩) ও জিল্লুর রহমান (মৌলভীবাজার-৩)।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিঃ
সভাপতি-রফিকুল ইসলাম (চাদঁপুর-৫)। সদস্য-মন্ত্রী/প্রতিমন্ত্রী (আকম মোজাম্মেল হক), শাহজাহান খান (মাদারীপুর-২), রাজিউদ্দিন আহমেদ (নরসিংদী-৫), নজরুল ইসলাম চৌধুরী (চট্টগ্রাম-১৪), মোফাজ্জল হোসেন চৌধুরী (চাদঁপুর-২), গোলাম দস্তগীর গাজী (নারায়ণগঞ্জ-১), ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম (ব্রাহ্মণবাড়িয়া-৬) ও আব্দুল লতিফ সিদ্দিকী (টাঙ্গাইল-৪)।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিঃ
সভাপতি-আফতাব উদ্দিন সরকার (নীলফামারী-১)। সদস্য-মন্ত্রী/প্রতিমন্ত্রী (রুমানা আলী), আহমেদ ফিরোজ কবির (পাবনা-২), আবুল কালাম (নাটোর-১), এসএম শাহজাদা (পটুয়াখালী-৩), এইচএম বদিউজ্জামান (বাগেরহাট-৪), নিলুফার আনজুম (ময়মনসিংহ-৩), আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী (হবিগঞ্জ-১) ও গোলাম সারোয়ার টুকু (বরগুনা-১)।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিঃ
সভাপতি-এইচএম ইব্রাহীম (নোয়াখালী-১)। সদস্য-ভারপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী, (শাজাহান খান, মাদারীপুর-২), শামীম ওসমান (নারায়ণগঞ্জ-৪), ফাহমী গোলন্দাজ বাবেল (ময়মনসিংহ-১০), এসএম আল মামুন (চট্টগ্রাম-৪), এসএম ব্রহানী সুলতান মামুদ (নওগাঁ-৪), আসাদুজ্জামান (রংপুর-১) ও মো. আবদুল্লাহ (লক্ষ্মীপুর-৪)।
বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিঃ
সভাপতি-সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি (রংপুর-৪)। সদস্য-ভারপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী (আহসানুল ইসলাম টিটু), আকম বাহাউদ্দিন বাহার (কুমিল্লা-৬), শেখ হেলাল উদ্দিন (বাগেরহাট-১), শেখ আফিল উদ্দিন (যশোর-১), শরিফুল ইসলাম জিন্নাহ (বগুড়া-২), শাহজাহান ওমর (ঝালকাঠি-১), মাহমুদ হাসান সুমন (ময়মনসিংহ-৮)ও সুলতানা নাদিরা (বরগুনা-২)
মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিঃ
সভাপতি-সাবেক মন্ত্রী শম রেজাউল করিম (পিরোজপুর-১)। সদস্য-ভারপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী (আবদুর রহমান), আশরাফ আলী খান খসরু (নেত্রকোণা-২), বিএম কবিরুল হক মুক্তি (নড়াইল-১), ছোট মনির (টাঙ্গাইল-২), নুরউদ্দিন চৌধুরী নয়ন (লক্ষ্মীপুর-২), রশিদুজ্জামান (খুলনা-৬), মোস্তাক আহমেদ রুহি (নেত্রকোনা-১) ও মশিউর রহমান মোল্লা সজল (ঢাকা-৫)।
কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিঃ
সভাপতি-সাবেক মন্ত্রী আবদুর রাজ্জাক (টাঙ্গাইল-১)। সদস্য-ভারপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী (আবদুস শহীদ), ওমর ফারুক চৌধুরী (রাজশাহী-১), মামুনুর রশিদ কিরণ (নোয়াখালী-৩), উম্মে কুলছুম স্মৃতি (গাইবান্ধা-৩), একেএম রেজাউল করিম তানসেন (বগুড়া-৪), এমএ জাহের (কুমিল্লা-৫), জাকির হোসেন সরকার (রংপুর-৫) ও দেওয়ান জাহিদ আহমেদ (মানিকগঞ্জ-২)।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিঃ
সভাপতি-রাঙামাটির এমপি দীপঙ্কর তালুকদার। সদস্য-ভারপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী (সাবের হোসেন চৌধুরী), আসম ফিরোজ (পটুয়াখালী-২), শাহাব উদ্দিন (মৌলভীবাজার-১), আবদুল ওদুদ (চাঁপাইনবাবগঞ্জ-৩), তানভীর শাকিল জয় (সিরাজগঞ্জ-১), গালিবুর রহমান শরীফ (পাবনা-৪), এসএম আতাউল হক (সাতক্ষীরা-৪) ও ছানোয়ার হোসেন ছানু (শেরপুর-১)।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিঃ
সভাপতি-আসম ফিরোজ (পটুয়াখালী-২)। সদস্য-ভারপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী (মুহিব্বুর রহমান), সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন (চুয়াডাঙ্গ-১), মাসুদ উদ্দিন চৌধুরী (ফেনী-৩), শাহিন আক্তার (কক্সবাজার-৪), মোস্তাক আহমেদ রুহি (নেত্রকোণা-১), মজিবুর রহমান চৌধুরী (ফরিদপুর-৪), সালাহউদ্দিন মাহমুদ (মানিকগঞ্জ-১)ও আবদুর রশিদ (জামালপুর-৪)।
পিটিশন কমিটিঃ
সভাপতি-স্পিকার শিরীন শারমিন চৌধুরী (রংপুর-৬)। শামসুল হক টুকু (পাবনা-১), আসম ফিরোজ (পটুয়াখালী-২), মোতাহার হোসেন (লালমনিরহাট-১), হাফিজ উদ্দিন আহম্মেদ (ঠাকুরগাঁও-৩), আখতার উজ্জামান (গাজীপুর-৫), আবদুল মজিদ (কুমিল্লা-২), উম্মে কুলসুম স্মৃতি (গাইবান্ধা-৩) ও নজরুল ইসলাম (ময়মনসিংহ-৫)।
লাইব্রেরি কমিটিঃ
সভাপতি-ডেপুটি স্পিকার শামসুল হক টুকু (পাবনা-১)। শফিকুর রহমান (চাদঁপুর-৪), আফতাব উদ্দিন সরকার (নীলফামারী-১), আহমেদ ফিরোজ কবির (পাবনা-২), শামসুল আলম দুদু (জয়পুরহাট-১), সাহাদারা মান্নান (বগুড়া-১), আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী (হবিগঞ্জ-১) ও আব্দুল কাদের আজাদ (ফরিদপুর ৩)।
অন্য সংসদীয় স্থায়ী কমিটিগুলো শিগগির গঠন সম্পন্ন হবে বলে সংসদ সচিবালয় সুত্রে জানা গেছে।

You might also like