গুলশানে বহুতল ভবনে আগুন

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ রাজধানীর গুলশান-১ গোলচত্বর এলাকায় একটি বহুতল ভবনের ৯ তলায় এসির আউটডোরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বাসসকে এ তথ্য জানান।তিনি বলেন, গুলশান-১ গোলচত্বরের এ ডব্লিউআর ১৮ তলা ভবনের ৯ তলায় এসির আউটডোরে আগুন লাগে। ঘটনাস্থলে তেজগাঁও ও বারিধারা ফায়ার স্টেশন থেকে মোট ছয়টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তবে তেজগাঁও ফায়ার স্টেশনের ৩টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। বারিধারার ৩টি ইউনিট স্টেশনে ফিরে গেছে।রোজিনা আক্তার আরও বলেন, আজ শনিবার বিকেল ৪টা ২০ মিনিটে আগুন লাগার খবর জানতে পারি। আগুন নেভাতে ৪টা ৩৫ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুনে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

You might also like