বিমানের লন্ডন-সিলেট ফ্লাইট বাতিলে ক্ষোভ, অবিলম্বে পুনরায় চালুর দাবি
প্রেস রিলিজ ডেস্ক
সত্যবাণী
লন্ডন: বাংলাদেশ বিমানের লন্ডন টু সিলেট ফ্লাইট বাতিলের প্রতিবাদে গত ২৮ জুলাই মঙ্গলবার রাতে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজের এক জরুরী প্রতিবাদ সভা ভারচুয়েল মিডিয়ার মাধ্যমে অনুষ্ঠিত হয়। বিশিষ্ট কমিউনিটি নেতা ও শিক্ষাবিদ ড: হাসনাত এম হোসেইন এমবিইর সভাপতিত্বে এবং সাবেক কাউন্সিলার ও ডেপুটি মেয়র আ ম ওহিদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন -কমিউনিটি নেতা ড: ওয়ালী তছর উদ্দিন এমবিই, ব্যারিষ্টার কাউন্সিলার নাজির আহমদ, কমিউনিটি নেতা মাহিদুর রহমান ,নিউক্যাসল বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি মাহতাব মিয়া ,কমিউনিটি নেতা সৈয়দ নাদির আজিজ দরাজ , অধ্যাপক মাওলানা আব্দুল কাদের সালেহ ,কমিউনিটি নেতা এম এ লতিফ জেপি ,সাংবাদিক কে এম আবুতাহের চৌধুরী ,ড: এম এ আজিজ ,আলহাজ্ব নুর বকশ প্রমুখ ।
সভায় বক্তারা বলেন ,যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশীরা যেখানে বিমানের সিলেট – লণ্ডন ফ্লাইট চালুর জন্য অপেক্ষার প্রহর গুনছিলেন তখন হঠাৎ লণ্ডন – সিলেট ফ্লাইট বাতিল করা একটি অযৌক্তিক ,অন্যায় ও অগ্রহণযোগ্য সিদ্ধান্ত।তিন বছর আগে কুয়াশার অজুহাতে সিলেট – লণ্ডন ফ্লাইট বাতিল করা হয়েছিল যা আজ পর্যন্ত চালু করা হয়নি । যুক্তরাজ্যে বসবাসরত সিলেটীরা ঢাকায় কাষ্টমস ও ইমিগ্রেশন করতে গিয়ে এবং মালামাল টেনে ডমেষ্টিক ফ্লাইটে আরোহন করতে সীমাহীন হয়রানীর শিকার হবেন ।বাংলাদেশ সরকারের চারজন মন্ত্রী সিলেটের থাকা সত্বেও লণ্ডন – সিলেট ফ্লাইট বাতিল করায় বিস্ময় প্রকাশ করেন এবং এ ফ্লাইট যথাশীঘ্র আবার চালু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।বক্তারা – বিমানের অত্যধিক ভাড়া বৃদ্ধির সমালোচনা করে তা হ্রাসের দাবী জানান।তারা – বিমানের এ অযৌক্তিক সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।