মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থান পরিদর্শনে সিলেটে ভূমি অধিগ্রহণ টিম

সিলেট অফিস 
সত্যবাণী
সিলেটের দক্ষিণ সুরমায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন ভূমি অধিগ্রহণ কাজে জড়িত সরকারি কর্মকর্তারা। ২১ এপ্রিল রোববার দুপুরে উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের নির্ধারিত স্থানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট’র স্থান পরিদর্শন করেন তারা।
পরিদর্শন টিমে ছিলেন সিলেটের সিনিয়র সহকারী কমিশনার (ভূমি অধিগ্রহণ কর্মকর্তা) রিপামনি দেবী, দক্ষিণ সুরমার ইউএনও ঊর্মি রায়, জেলা কানুনগো প্রদীপ দে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট’র ভিসি’’র পিএসও মুহিবুর রহমান রনি, ভূমি মালিকদের মধ্যে মোঃ আবুল কালাম, হাজী মঈন উদ্দিন, হাজী আলাউদ্দিন, ডা. শেখ মনসুর রহমান, সাইদুর রহমান, করিম হোসেন, সার্ভেয়ার মাহবুবুর রহমান, দিলওয়ার হোসেন, রফিক মিয়া প্রমুখসহ এলাকার বিপুলসংখ্যক গণ্যমান্য ও সচেতন ব্যক্তিবর্গ। এ সময় মালিকপক্ষের ভূমির কাগজপত্র যাচাই-বাছাই করেন অধিগ্রহণ টিমের কর্মকর্তাবৃন্দ।
দক্ষিণ সুরমা থেকে সংবাদদাতা জানান, চিকিৎসা ক্ষেত্রে উচ্চশিক্ষা, গবেষণা ও সেবার মান এবং সুযোগ-সুবিধা বাড়াতে সিলেটে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়। দীর্ঘদিন ধরে ভূমি অধিগ্রহণ শেষ না হওয়ায় অস্থায়ী কার্যালয়ে এই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে। এ কারণে সাধারণ জনগণ সরকারি এই বিশাল প্রতিষ্ঠানের সেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। যত দ্রুত সম্ভব বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট’র নির্মাণকাজ শুরু করার জন্য বিভাগীয় শহরের বিভিন্ন পর্যায়ের উন্নয়নকামী সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন দাবি জানিয়ে আসছে। বিশেষ করে সিলেটের সদর দক্ষিণ এলাকার ন্যায়সংগত দাবি আদায় ও সুষম উন্নয়ন তরান্বিত করার লক্ষ্যে গঠিত উন্নয়নকামী অরাজনৈতিক সংগঠন ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’ এ দাবিতে অত্যন্ত সোচ্চার। সংগঠনটি প্রায়ই সভা-সমাবেশের মাধ্যমে দক্ষিণ সুরমার বিভিন্ন ন্যায্য দাবি আদায়ে সক্রিয় ভূমিকা পালন করে থাকে। এরমধ্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট’র নির্মাণকাজ শুরুর জন্য বিভিন্নভাবে বার বার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে চলেছে।
উল্লেখ্য, সরকারি অর্থায়নে ২ হাজার ৩৬ কোটি টাকা ব্যয়ে সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের প্রান্তে এ বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হবে। প্রকল্পটির মেয়াদ ধরা হয়েছে, চলতি বছরের ১ জুন থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত।
প্রকল্পটির মূল কার্যক্রম হলো- ৮০.৩১ একর ভূমি অধিগ্রহণ ও ক্রয়, ভূমি উন্নয়ন, দু’টি আবাসিক ও ১০টি অনাবাসিক ভবন নির্মাণ, পরামর্শক ব্যয়, চিকিৎসা ও শল্য চিকিৎসা সরঞ্জামাদি ক্রয়, বৈদ্যুতিক সরঞ্জামাদি (এয়ারকুলার, লিফট) সরবরাহ, অফিস ও আইসিটি ইক্যুপমেন্ট এবং আসবাবপত্র ক্রয়।

You might also like