৬ষ্ঠ উপজেলা নির্বাচনঃ আজির উদ্দিন বড়লেখা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত
সিলেট অফিস
সত্যবাণী
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে আ’লীগ নেতা আজির উদ্দিন বিজয়ী হয়েছেন।
বড়লেখা থেকে সংবাদদাতা জানান, প্রাপ্ত ফলাফল অনুযায়ী ৬৯টি কেন্দ্রে মোটরসাইকেল প্রতীকে আজির উদ্দিন পেয়েছেন ৩০ হাজার ৬০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৯২৭ ভোট। এছাড়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর আনারস প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৫৭৯ ভোট।
এদিকে, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকে আবিদুর রহমান পেয়েছেন ২৫ হাজার ১১৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শিক্ষক সামছুল ইসলাম তালা প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৪৬১ ভোট, টিয়া পাখি প্রতীকে বর্তমান ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন পেয়েছেন ১৭ হাজার ৮২৩ ভোট এবং টিউবওয়েল প্রতীকে সাবেক ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু পেয়েছেন ১৫ হাজার ৫৯ ভোট।
বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ২/১টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। তবে সকালে বেশিরভাগ কেন্দ্র ফাঁকা থাকলেও কেন্দ্রের বাইরে মানুষের ভীড় ছিল লক্ষ্যণীয়। অবশ্য কিছু কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি একটু বেশি-ই দেখা গেছে।
নির্বাচন নিয়ে প্রার্থীদের কর্মী-সমর্থকদের মাঝে উৎসাহ থাকলেও সাধারণ মানুষের মাঝে তেমন কোনো আগ্রহ পরিলক্ষিত হয়নি।