অর্থ আত্মসাতের দায়ে শাহজালাল সার কারখানার কর্মকর্তার বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
সিলেট অফিস 
সত্যবাণী
ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে ৬৭ লাখেরও বেশি টাকা আত্মসাতের অভিযোগে শাহজালাল ফার্টিলাইজারের সাবেক প্রধান হিসাবরক্ষক খোন্দকার মুহাম্মদ ইকবালের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৭ জুলাই রোববার দুদকের উপ-পরিচালক নূর-ই-আলম বাদী হয়ে সংস্থাটির সিলেট সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন। দুদকের উপ-পরিচালক আখতারুল ইসলাম মামলা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ৬৭ লাখ ৭৭ হাজার ১২০ টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধারাসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি খোন্দকার মুহাম্মদ ইকবাল প্রতারণা এবং জালিয়াতির মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের অনুকূলে নির্মাণকাজ, দাপ্তরিক কাজ সম্পাদন ও ভ্রমণ ভাতা-বিলের নামে ভুয়া বিল তৈরি করেছেন।
শাহজালাল ফার্টিলাইজার প্রকল্পের অনুকূলে ১৭ টি ভুয়াবিলের মাধ্যমে জনতা ব্যাংক লিঃ থেকে ১৭ টি চেকের মাধ্যমে ৬৭ লাখ ৭৭ হাজার ১২০ টাকা উত্তোলনপূর্বক আত্মসাৎ করেছেন।

You might also like