যুক্তরাজ্যের জুনিয়র মন্ত্রী হলেন টিউলিপ সিদ্দিক

স্পেশাল করেসপন্ডেন্ট
সত্যবাণী

লন্ডন: বঙ্গবন্ধুর নাতনী শেখ রেহানা কন্যা টিউলিপ সিদ্দিক ব্রিটেনের জুনিয়র মন্ত্রী হয়েছেন।

মঙ্গলবার ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার টিউলিপ সিদ্দিককে পার্লামেন্টারী সেক্রেটারী (ইকোনমিক সেক্রেটারি টু দ্যা ট্রেজারী এন্ড সিটি মিনিস্টার) সিটি মিনিস্টার হিসেবে নিয়োগ দেন, যদিও এই রিপোর্ট লেখা পর্যন্ত টিউলিপের এই নিয়োগ সরকারীভাবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।সিটি মিনিস্টার হলেন, পরিষেবা খাতের তত্ত্বাবধানের জন্য দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী। মঙ্গলবার ব্লুমবার্গ নিউজ টিউলিপের এই নিয়োগের খবর জানিয়েছে।

৪১ বছর বয়সী টিউলিপ সিদ্দিক ২০২১ সাল থেকে লন্ডনের সিটি অফ ফিনান্সিয়াল ডিস্ট্রিক্টের পরে ‘দ্য সিটি’ নামে পরিচিত আর্থিক পরিষেবা শিল্পের নীতি তৈরি করার জন্য লেবার প্রচেষ্টার নেতৃত্ব দিয়েছেন।

গত মে মাসে এক সাক্ষাতকারে টিউলিপ ফিন্যান্সিয়াল টাইমসকে বলেছিলেন, লেবার পার্টি ব্রিটেনের বাজার নিয়ন্ত্রক আর্থিক আচরণ কর্তৃপক্ষকে প্রতিযোগিতামূলকতা এবং বৃদ্ধির প্রতিবন্ধকতা দূর করতে আরও কিছু করার জন্য চাপ দেবে।

নতুন অর্থমন্ত্রী রাচেল রিভস সোমবার অর্থনৈতিক প্রবৃদ্ধি চালনা করার জন্য একটি নতুন “জাতীয় মিশন” চালু করেছেন।

সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব নিয়ে টিউলিপ সিদ্দিক বিম আফোলামির স্থলাভিষিক্ত হবেন। আফোলামি একজন প্রাক্তন এইচএসবিসি ব্যাঙ্কার, যিনি পূর্ববর্তী কনজারভেটিব সরকারের অধীনে দায়িত্ব পালন করেছেন।

You might also like