২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সকল বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্ক
সিলেট অফিস 
সত্যবাণী
আগামী ২১, ২৩ এবং ২৫ জুলাই অনুষ্ঠেয় সকল শিক্ষাবোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি পরে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।
আজ ১৮ জুলাই বৃহস্পতিবার বাংলাদেশ আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। এতে আরও বলা হয়, ২৮ জুলাই থেকে অনুষ্ঠেয় পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

You might also like