অধিনায়কের সেঞ্চুরি, সমান তালে জবাব দিচ্ছে শ্রীলঙ্কা

নিউজডেস্ক
সত্যবাণী

স্পোর্টস ডেস্কঃ প্রায় আড়াই দিন ব্যাট করে ৫৪১ রানের বিশাল স্কোর গড়ে বাংলাদেশ। মোমিনুলদের রান পাহাড়ের জবাবটা ভালোই দিচ্ছে শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিনে ব্যাট করতে নেমে প্রথম ঘণ্টাতেই সেঞ্চুরি পূরণ করেছেন স্বাগতিক অধিনায়ক দিমুথ করুনারত্নে। অন্যদিকে উইকেটের খোঁজে বাংলাদেশের বোলাররা।আগের দিনের ৩ উইকেটে ২২৯ রান নিয়ে আজ শনিবার ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। দিনের ১২তম ওভারেই নিজের ১১তম টেস্ট শতক পূরণ করেন ৮৫ রান নিয়ে খেলতে নামা করুনারত্নে। তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছতে লঙ্কান অধিনায়ক বল খেলেন ২৪৭টি, চার মারেন ৮টি। পরে অবশ্য তাসকিনের একই ওভারে তিনটি চার মেরে অপরাজিত আছেন ১১৭ রানে।অন্যপ্রান্তে ৪৩ রান নিয়ে অপরাজিত আছেন ২৬ রান নিয়ে খেলতে নামা ধনাঞ্জয়া ডি সিলভা। এ দুজনের চতুর্থ উইকেট জুটিতে এখন পর্যন্ত রান এসেছে ৮৮টি। যাতে ২৯ ওভার ধরে উইকেটের খোঁজে সফরকারী বোলাররা। ৯২ ওভার খেলা শ্রীলঙ্কার স্কোর ৩ উইকেটে ২৮৩।এখন পর্যন্ত শ্রীলঙ্কার পড়া তিনটি উইকেট ভাগ করে নিয়ে সফল হয়েছেন মিরাজ, তাসকিন ও তাইজুল। অন্যদিকে ১৫ ও ১০ ওভার করে বল করেও উইকেটহীন এবাদত ও আবু জায়েদ।

You might also like