অধ্যক্ষ শাহেদ রহমানের মায়ের মৃত্যুতে পরিকল্পনামন্ত্রী সহ বিভিন্ন মহলের শোক প্রকাশ
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজলোর সৈয়দপুর আর্দশ কলেজের সাবেক অধ্যক্ষ, ইউকে বাংলা রিপোর্টাস ইউনিটির সাবেক প্রেসিডেন্ট,লন্ডন বাংলা প্রেসক্লাবের অন্যতম সদস্য ও জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা-সমাজকল্যাণমূলক সংগঠন -সে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মুহাম্মদ শাহেদ রহমানের মমতাময়ী মা আলহাজ্ব মোমিনা বেগম আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।২০ অক্টোবর বুধবার বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় সিলেটে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।মরহুমার জানাজার ২২ অক্টোবর শুক্রবার বাদ আসর ৪.৪৫ ঘটিকায় মরহুমার গ্রামের বাডি় জগন্নাথপুর উপজলোর বৃহত্তর শাহারপাড়ার পশ্চিমতলিক গ্রামের পীর ইয়াছিন মঞ্জিলে ( নিজ বাড়িতে ) অনুষ্ঠিত হবে বলে পারবিারকি সুত্রে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে মরহমার আত্মার মাগফরোত এবং দোয়া কামনা করা হয়েছে।
পরিকল্পনামন্ত্রীর শোক প্রকাশ : জগন্নাথপুর উপজলোর সৈয়দপুর আর্দশ কলেজের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমানের মমতাময়ী মা আলহাজ্ব মোমিনা বেগম এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরকিল্পনামন্ত্রী এম এন মান্নান এমপি। তিনি মরহুমার আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরবিাররে প্রতি সমবদেনা জানিয়েছেন।
ইউকে বাংলা রিপোর্টাস ইউনিটি শোক প্রকাশ : ইউকে বাংলা রিপোর্টাস ইউনিটির প্রেসেডিন্ট ডেইলী স্টারের যুক্তরাজ্য প্রতিনিধি আনসার আহমদ উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট এ.এটি.এম মনিরুজ্জামান, সেক্রেটারী বাংলা সংলাপের সিনিয়র রিপোর্টার সাজিদুর রহমান, ট্রেজার সালেহ আহমদ , আশরাফুল হুদা,অর্গানাইজিং সেক্রেটারী শাহ মোস্তফিজুর রহমান, ব্যারিস্টার ইকবাল হোসেন, কবি মিজানুর রহমান মীরু।শোক প্রকাশ করেছেন ডক্টর রোয়াব উদ্দিন, লন্ডনস্থ বৃহত্তর শাহার পাড়া যুবসংঘের উপদেষ্ঠা আব্দুর রহিম কামালী, সভাপতি আব্দুর রহমান, আখতার কামালী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল কামালী, ফেরদৌস কামালী , শাহ আলম কামালী । সৈয়দপুর যুবসমিতি লন্ডনের সেক্রেটারি সোহেল আহমদ। যুক্তরাজ্য শ্রমিক লীগ নেতা কমিউনিটি এক্টিভিস্ট হারিক কামালী , হাকিম কামালী, শাফি মিয়া কামালী, আব্দুল হক কামালী , সফু কামালী , সানুর কামালী সহ অনেকে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ।
অন্যান্যের মধ্যে শোক জানিয়েছেন:জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আকমল হেসেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী রেজাউল করিম রিজু। সৈয়দপুর আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ আবুল আহমদ, বর্তমান অধ্যক্ষ আব্দুর রহমান এডভোকেট , সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ আবুল হাসান। ৮নং আশারকন্দি ইউনিয়নের চেয়ারম্যান শাহ আবু ঈমানী, ৭ নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী সহ অসংখ্য আত্বীয় স্বজন মরহুমার জন্য দোয়া করছেন।এছাড়াও অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমানের মমতাময়ী মা আলহাজ্ব মোমিনা বেগম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক শাখা। সংগঠনের সভাপতি শামীম আহমদ তালুকদার এক বিবৃতিতে মরহুমার রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।