‘অনুতপ্ত’ রায়হান বাংলাদেশে ফিরতে চান
আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী
মালয়েশিয়া: অভিবাসীদের প্রতি মালয়েশিয়ান সরকারের আচরণ নিয়ে আল-জাজিরার প্রামাণ্যচিত্রে যে মন্তব্য করেছিলেন,তার জন্য ‘অনুতপ্ত’ বাংলাদেশের রায়হান কবির।এমন কথা জানিয়েছেন তার দুই আইনজীবী।মালয় মেইলের প্রতিবেদনে বলা হয়েছে,বুধবার (২৯ জুলাই) রায়হানের সঙ্গে দেখা করেন আইনজীবী সুমিতা শান্তিন্নি কিশনা এবং সেলভরাজ চিনিয়াহ।
পরে তারা সাংবাদিকদের বলেন,তাদের ক্লায়েন্ট দেশে ফিরতে চান।কর্তৃপক্ষকে দোষ দেয়ার কোনো ইচ্ছা তার ছিল না।অভিবাসীদের ধরতে পুলিশি অভিযানের সময় যা দেখেছেন,যা বুঝেছেন তাই বলেছেন।যখনই কর্তৃপক্ষ তাকে ফেরত পাঠাতে চাইবে,তিনি চলে যাবেন।দ্রুত পরিবারের কাছে ফিরতে চান।রায়হানকে উদ্ধৃত করে আইনজীবীরা বলছেন,গ্রেপ্তার করার পর পুলিশ তার সঙ্গে ভালো আচরণ করেছে।আইনজীবীরা এখন অভিবাসন বিভাগের কাছে লিখিত আবেদন করবেন,যাতে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।