অনুমোদন ছাড়া খাদ্যপণ্য তৈরিঃ ২ প্রতিষ্ঠানকে জরিমানা

সত্যবাণী
সিলেট অফিসঃ মৌলভীবাজারের কুলাউড়ায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পণ্য বাজারজাত করার অপরাধে ২ টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
কুলাউড়া থেকে সংবাদদাতা জানান, ৪ অক্টোবর বুধবার বিকেলে পৌরশহরে অবস্থিত একটি রেস্টুরেন্ট এবং একটি বিশুদ্ধ পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পৌরশহরের উত্তরবাজারস্থ আল মদিনা রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউজ বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া দই তৈরি করে বাজারজাত করায় ২০ হাজার টাকা ও সান ড্রিংকিং ওয়াটার নামীয় একটি ড্রিংকিং ওয়াটার অনুমোদন না নিয়ে বিএসটিআইয়ের ভুয়া লগো ব্যবহার করে পানি বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এ ছাড়া পেট্রোল পাম্প ও বিভিন্ন দোকানে ওজন যন্ত্র পরীক্ষা করে সতর্ক করা হয়।
অভিযানকালে তার সাথে ছিলেন বিএসটিআই সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমন সাহাসহ থানা পুলিশের একটি দল।
You might also like