অনুসন্ধান কমিটির কাছে নামের তালিকা জমা দিয়েছে বিকল্পধারা

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ অনুসন্ধান (সার্চ) কমিটির কাছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশন (ইসি) পদে মনোনয়নের জন্য প্রস্তাব আকারে নামের তালিকা জমা দিয়েছে বিকল্পধারা বাংলাদেশ।আজ দুপুর ২টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব শফিউল আজিমের কাছে এ তালিকা জমা দেওয়া হয়। বিকল্পধারা বাংলাদেশের পক্ষ থেকে দলটির সহ দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বুলু তালিকা হস্তান্তর করেন।এর আগে অনুসন্ধান কমিটির পক্ষ থেকে বিকল্পধারা বাংলাদেশের কাছে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে মনোনয়নের জন্য আইন অনুযায়ী যোগ্যতাসম্পন্ন অনধিক ১০ জনের নাম ও তাদের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্তসহ প্রস্তাব আকারে পাঠানোর অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়।এ পরিপ্রেক্ষিতে বিকল্পধারার পক্ষ থেকে আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব শফিউল আজিমের কাছে অনুসন্ধান কমিটির সভাপতি বরাবর দলের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপির পক্ষে যুগ্ম মহাসচিব এনায়েত কবিরের সই করা ফরওয়ার্ডিং লেটারসহ বদ্ধ খামে ৫ জন ব্যক্তির নামের তালিকা ও তাদের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত জমা দেওয়া হয়। বিকল্পধারার পক্ষ থেকে প্রস্তাবিত নামের তালিকা প্রকাশ করবে না বলে জানানো হয়।

You might also like