অবশেষে ধর্ষিতার মামলা নিলো বড়লেখা থানার পুলিশঃ ধর্ষক গ্রেপ্তার
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অপহরণের পর এক কিশোরীকে (১৭) ধর্ষণের ঘটনায় অবশেষে থানায় মামলা রেকর্ড হয়েছে। ১০ জুন শনিবার সকালে ওই কিশোরী বাদি হয়ে দু’জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।মামলায় উত্তর শাহবাজপুর ইউনিয়নের জামাল উদ্দিনের ছেলে জামিল আহমদকে (২১) প্রধান আসামি এবং একই ইউনিয়নের তেরা মিয়ার ছেলে বোরহান উদ্দিনকে (৩৫) দ্বিতীয় আসামি করা হয়েছে। মামলার পর পরই পুলিশ শনিবার দুপুরে প্রধান আসামি জামিল আহমদকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।এরআগে ন্যায় বিচারের আশায় থানা পুলিশের পাশাপাশি বিভিন্নজনের দ্বারে দ্বারে ঘুরেছেন ভুক্তভোগী কিশোরী ও তার পরিবার। এ নিয়ে ৯ জুন শুক্রবার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর টনক নড়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। এরপরই ওই কিশোরীকে ডেকে শনিবার সকালে মামলা নেয় বড়লেখা থানা পুলিশ। মামলার পরই অভিযান চালিয়ে কিশোরীকে ধর্ষণের মূল হোতা জামিলকে গ্রেপ্তার করে পুলিশ।এ প্রসঙ্গে বড়লেখা থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, ‘কিশোরী শনিবার বড়লেখা থানায় অপহরণের পর ধর্ষণের অভিযোগে দ’ুজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার পরপরই অভিযান চালিয়ে মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলমান আছে।কিশোরীর পরিবার শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক ও এএসআইয়ের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন সে বিষয়ে তিনি বলেন, ‘আমাদের সিনিয়র অফিসাররা বিষয়টি অবগত হয়েছেন। তারা এ বিষয়ে ব্যবস্থা নেবেন’