অভিভাবকরা আরেকটু সচেতন হলে শিক্ষার্থীরা সম্পদে রূপান্তরিত হবে:সিকৃবি ভিসি

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা বলেছেন, ‘বর্তমান সরকার প্রচলিত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি প্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিচ্ছে। নতুন প্রজন্মকে আধুনিক, উন্নত নির্মাতা হিসেবে গড়ে তুলতে যুগোপযোগী শিক্ষার বিকল্প নেই। আমাদের অভিভাবকরা সচেতন ও যতœবান হলে আজকের শিক্ষার্থীরা এদেশের সম্পদে রূপান্তরিত হবে।

৩ মার্চ শুক্রবার নগরির ঐতিহ্যবাহী সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের ৬৪ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী ’২৩ উপলক্ষে ৩ দিনব্যাপী উৎসবের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ভিসি প্রফেসর ভূঞা আরও বলেন, ‘বিদ্যালয়ের পুনর্মিলনী উৎসব প্রাক্তন শিক্ষার্থীদের আলোড়িত ও আন্দোলিত করে। একই সাথে বর্তমান ও প্রাক্তনদের মাঝে সুন্দর ও সুদৃঢ় সম্পর্ক গড়ে উঠে।’ তিনি বিদ্যালয়ের উন্নয়ন, সমৃদ্ধি ও মান সমুন্নত করতে সকলকে একাত্ম হয়ে কাজ করার আহবান জানান। বিদ্যালয়ের পুনর্মিলনী উদযাপন পর্ষদের আহবায়ক কাউন্সিলর আজাদুর রহমান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে এদিন শিক্ষক সম্মাননা, স্মৃতিচারণা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।উল্লেখ্য, ২ মার্চ বৃহস্পতিবার বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের ৬৪ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী ’২৩ উৎসবের উদ্বোধন হয়েছে। ৪ মার্চ শনিবার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।

You might also like