আ.লীগের সভাপতিমণ্ডলীর সভা মঙ্গলবার

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ আগামীকাল মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর সভা অনুষ্ঠিত হবে। দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বিকাল সাড়ে ৪টায় এ সভা অনুষ্ঠিত হবে। দলের সভাপতি শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন।সোমবার (৭ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুসারে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ১৯ জন। সভাপতি মণ্ডলীর সদস্যরা হলেন- সৈয়দা সাজেদা চৌধুরী এমপি, মতিয়া চৌধুরী এমপি, শেখ ফজলুল করিম সেলিম এমপি, কাজী জাফর উল্লাহ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, পীযুষ কান্তি ভট্টাচার্য্য, নুরুল ইসলাম নাহিদ, ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি, রমেশ চন্দ্র সেন এমপি, অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, শাজাহান খান এমপি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, রাজশাহীর মেয়র খায়রুজ্জামান লিটন ও নতুন পদোন্নতি পাওয়া মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও কামরুল ইসলাম।প্রসঙ্গত, দীর্ঘ ২৮ মাস ২২ দিন পর আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর এই সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।এর আগে, সর্বশেষ সভাপতি মণ্ডলীরর সভা হয়েছিল ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর।

You might also like