আঁধার কাটিয়ে ইদুল আজহা আনন্দ বয়ে আনবে : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ ইদুল আজহায় ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে সবাইকে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বিকাল ৪টায় বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় দেশবাসীকে ইদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।তিনি বলেন,বছর ঘুরে আমাদের মাঝে আবার এসেছে পবিত্র ইদুল আজহা। করোনা মহামারির এই দুঃসময়ে সব আঁধার কাটিয়ে ইদুল আজহা আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ।আসুন,কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি।দেশ ও দেশের বাইরে অবস্থানরত সব বাংলাদেশি ভাই-বোনকে পবিত্র ইদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি।করোনা ভাইরাস রোধে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন,সুস্থ থাকুন,নিরাপদ থাকুন,ইদ মোবারক।এর আগে এক অডিও বার্তায় প্রধানমন্ত্রী দেশবাসীকে ইদুল আজহার শুভেচ্ছা জানান।মোবাইল ব্যবহারকারীদের কাছে ফোনকলের মাধ্যমে তা পাঠানো হয়েছে।

You might also like