আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে, আমার কাছে তথ্য আছে: কর্নেল অলি

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ অত্যন্ত সতর্কতার সাথে রাষ্ট্র পরিচালনায় অগ্রসর হতে সরকারকে আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অলি আহমেদ। আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে এবং কে এর দায়িত্ব নিয়েছে সে তথ্যও তার কাছে আছে বলে মন্তব্য করেছেন তিনি।বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে এলডিপির কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।রাষ্ট্র কীভাবে পরিচালনা হয় সে বিষয়ে তার অভিজ্ঞতা আছে উল্লেখ করে অলি আহমেদ বলেন, “বর্তমান সরকারের জন্য আগামী দিনগুলো অনেক বেশি কঠিন হবে। ইউনূস সাহেবের কাছে গিয়েছি, বলেছি আপনি নিরাপদে নাই। ষড়যন্ত্র হচ্ছে, দেশি এবং বিদেশিরা একত্রে মিলে। আপনাকে অত্যন্ত সতর্কতার সাথে আগাতে হবে।”অন্তর্বর্তী সরকারের তিন মাস অতিবাহিত হলেও দৃশ্যমান কিছু দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।তিনি আরও বলেন, “বই পড়ে দেশ চালানো যায় না। দেশ চালাতে হলে বাস্তবতার আলোকে দেশ চালাতে হবে। আবেগে বশীভূত হয়ে যদি কোনো কাজ করি সেটা ভুল হবে। আমাদেরকে বিবেককে কাজে লাগাতে হবে। এখনও সময় আছে আমাদেরকে হুঁশিয়ার হতে হবে।”

কিছু রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতি এখনও দুর্বল এবং পুলিশ ও প্রশাসনে স্বৈরাচারের দোসর রয়েছে বলে উল্লেখ করেন অলি আহমেদ।তিনি বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সজাগ করতে চাই। কিছু কিছু রাজনৈতিক দল আছে যারা আওয়ামী লীগের প্রতি খুবই দুর্বল। তাদেরকেও সাবধান করে দিতে চাই। আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে। কে সংগঠিত করছে, কে দায়িত্ব নিয়েছে এ তথ্য আমার কাছে আছে। তিনি কোথায় কোন বাসায় আছেন সে তথ্য আমার কাছে আছে। তাকে কারা কারা সাহায্য করছে সে তথ্য আমার কাছে আছে”অলি আহমেদ বলেন, “সুতরাং আমরা যদি মনেও করি স্বৈরাচারীরা বসে আছে এটা সঠিক নয়। স্বৈরাচারীর দোসররা প্রথম স্তর দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর পুলিশ-প্রশাসনের মধ্যে আছে। বিভিন্ন প্রতিষ্ঠানে স্বৈরাচারীর দোসরগুলো এখনও অবস্থানে আছে।”কালবিলম্ব না করে স্বৈরাচারীর দোসরদের চিহ্নিত করে তালিকা প্রস্তুত করতে প্রধান উপদেষ্টাকে আহ্বান জানান তিনি।সরকারি কর্মকর্তাদের শুধু বদলি করে নয় বরং চাকরি থেকে বরখাস্ত করে তাদের বিরুদ্ধে তদন্তের ব্যবস্থা (ইনকোয়ারির) করার কথাও বলেন তিনি।

You might also like