আওয়ামীলীগ যা,বিএনপি তা- জাপা’র প্রতিবাদ সমাবেশে বক্তারা

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ছাতক উপজেলা জাপা ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে তেল, গ্যাস, বিদ্যুৎ, পানি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উদর্ধগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার উপজেলার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট এলাকায় এ বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।উপজেলা জাপা’র সভাপতি আবুল লেইছ মোহাম্মদ কাহারের সভাপতিত্বে ও উপজেলার যুবসংহতির সাবেক সভাপতি জহিরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্টিত বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাপার কেন্দ্রিয় নিবাহী কমিটির সদস্য, ও সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সাধারন সম্পাদক আ ন ম ওয়াহিদ কনা মিয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা জাপা’র আহবায়ক কমিটির সদস্য মাহবুব আহমদ নিউটন, উপজেলা জাপা’র সাধারণ সম্পাদক সামছুদ্দীন, হাফিজ মাহমুদ আলি, সেলিম আহমদ, আসকর আলী, রমজান আলী,আতাউর রহমান আতা, ডাক্তার পীর আব্দুল হান্নান, ব্যবসায়ি আব্দুল বাসিত, ফয়জুল ইসলাম, মাওলানা হোসাইন আহমদ, অলি আহমদ ছায়েদ,ইসমাইল আলী, মনির মিয়া,কাপ্তান মিয়া, রাকিব আলী, হারিছ আলী, নুরুল হক, আজমল হোসেন, ইরপান আলী, আমির আলী, ছমির উদ্দিন, মজানুর রহমান, রিপন আহমদ, আব্দুর নুর, এমরান আহমদ, আউয়াল মিয়া, খালেদ আহমদ, রফিক আলী, রাসেল আহমদ, আব্দুল গনি, আব্দুল জলিল, আছমত আলী, হোসিয়ার আলী, আবুল খয়ের মিয়া, উসমান আলী, কাওসার শ্রমিক নেতা খছরু মিয়া, তাহির উদ্দিন, রহমান, আবু সুফিযান, আখতারুজ্জামান, হাফিজুর রহমান হাফিজ প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাপার কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সাধারন সম্পাদক আ ন ম ওয়াহিদ কনা মিয়া বলেছেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। অসাধু কালোবাজারি ও মুনাফাখোর সিন্ডিকেটের কাছে সরকার জিম্মি হয়ে পড়েছে। তিনি আরো বলেন, সরকারদলীয় লুটেরা মুনাফাভোগী সিন্ডিকেট চক্র দফায় দফায় মূল্যবৃদ্ধির কারণে জনগণ চোখে সরষে ফুল দেখছে।বিশেষ অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা জাপা’র আহবায়ক কমিটির সদস্য মাহবুব আহমদ নিউটন বলেছেন, চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণির অবস্থা শোচনীয়। সরকার ১০ টাকায় চাল, বিনামূল্যে সার ও ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলে ক্ষমতা বসে সব ওয়াদা বেমালুম ভুলে গেছে। আওয়ামীলীগ যা, বিএনপি তা। আওয়ামী দুঃশাসন ও লুটপাট থেকে জনগণ এখন মুক্তি চায়।

You might also like