আগামী চার বছরের জন্য উচ্চাভিলাষী দিকনির্দেশনা নির্ধারণ করেছেন মেয়র লুৎফুর রহমান

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেটসঃ টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফুর রহমান এবং তাঁর কেবিনেট নতুন একটি চার বছরের কৌশলগত পরিকল্পনা অনুমোদন দেওয়ার পর কাউন্সিলের কার্যক্রমকে আরো উন্নত করার লক্ষ্যে আটটি মৌলিক থিম ভিত্তিক পরিকল্পনার রূপরেখা প্রদান করা হয়েছে। এই কর্মকৌশল অনুমোদন লাভের মধ্য দিয়ে মেয়র আগামী চার বছরের জন্য উচ্চাভিলাষী দিকনির্দেশনা নির্ধারণ করলেন।পরিকল্পনার মধ্যে অন্যতম কয়েকটি হচ্ছে, ৪ হাজার নতুন বাড়ি নির্মাণ, জীবনযাত্রার চলমান ব্যয় সংকটে পড়া লোকজনকে সাহায্য করা এবং সরকারি সেবাগুলোতে প্রয়োজনীয় বিনিয়োগ করা। এছাড়া মেয়রের নির্বাচনী ইশতেহারে করা অঙ্গীকারগুলো বাস্তবায়ন, কাউন্সিলের বিধিবদ্ধ দায়িত্ব সমূহ এবং কাস্টমার সার্ভিস সহ কাউন্সিলের সামগ্রিক কার্যক্রম উন্নত করা অব্যাহত রাখার উচ্চাকাক্সক্ষা রয়েছে এই কর্মকৌশলের মধ্যে।

১ আগষ্ট মেয়র লুৎফুর রহমান এবং তাঁর কেবিনেট কর্তৃক অনুমোদন পাওয়া এই কৌশলগত পরিকল্পনা হল কাউন্সিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি, কারণ ২০২২ সাল থেকে ২০২৬ সাল — এই চার বছর কী কী কাজ করা হবে, তা এতে নির্ধারণ করা হয়েছে।
এ প্রসঙ্গে মেয়র লুৎফুর রহমান বলেন, “আমি নির্বাচনের সময় আমাদের বাসিন্দাদের কাছে যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলাম, তা পূরণ করতে আমি সম্পূর্ণরূপে অঙ্গীকারাবদ্ধ এবং আমার কেবিনেট, কাউন্সিলরবৃন্দ, কাউন্সিল স্টাফ ও স্থানীয় সকল অংশিদারদের সাথে মিলে আমরা সকল সেবাখাতে বাস্তবসম্মত এবং দীর্ঘস্থায়ী উন্নতি ঘটাতে সক্ষম হব।”
তিনি বলেন, “আমাদের পরিবর্তনের কর্মসূচি উদ্দেশ্যমূলকভাবেই উচ্চাভিলাষী এবং চ্যালেঞ্জিং, যা জীবনকে রূপান্তরিত করার মত করেই ডিজাইন করা হয়েছে এবং এটি আমাদের বারার প্রত্যেককে তাদের সত্যিকারের সম্ভাবনায় পৌঁছানোর সুযোগ করে দিবে।”
মেয়র বলেন, “আমাদের কাজ এরই মধ্যে শুরু হয়ে গেছে। যার মধ্যে রয়েছে, কস্ট–অব–লিভিং অর্থাৎ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফলে অর্থনৈতিক সংকটে পড়া পরিবারগুলোকে সহযোগিতা করতে সম্প্রতি ঘোষিত ২ দশমিক ৭ মিলিয়ন পাউন্ডের প্যাকেজ সহ আরো অতিরিক্ত ৮ লাখ পাউন্ডের তহবিল গঠন। এই সহায়তামূলক খাতে আরো সাহায্য আসছে। বারার লেজার সার্ভিসসমূহকে আধুনিকায়নে ৩৫ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করা এবং এই লেজার সার্ভিস পরিচালনার দায়িত্ব সরাসরি কাউন্সিলের হাতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত আমরা নিয়েছি। এবং আমাদের বাসিন্দাদের কথা আমরা গুরুত্বের সাথে শুনছি বলেই লিভেবল স্ট্রিটস্ স্কীম নিয়ে আমরা কনসালটেশন বা গণ পরামর্শ করছি এবং হাউজিং সার্ভিসসমূহ কাউন্সিলের নিয়ন্ত্রণে ফিরিয়ে আনার পরিকল্পনা করছি।”
মেয়র লুৎফুর রহমান বলেন, “সত্যিকার অর্থেই বাসিন্দাদের কথা শুনে থাকে — এমন একটি কাউন্সিল গড়ে তোলার ব্যাপারে আমরা প্রতিশ্রম্নতিবদ্ধ এবং আমরা এটা নিশ্চিত করতে থাকবো যে আমরা বাসিন্দাদের সাথে পরামর্শ করব এবং সকলের কণ্ঠস্বর শোনার বিষয়টি নিশ্চিত করবো।”
যে আটটি অগ্রাধিকার নিয়ে এই কৌশলগত পরিকল্পনা তৈরি করা হয়েছে, সেগুলো হচ্ছেঃ
— চার বছরের জন্য কাউন্সিল ট্যাক্স ফ্রিজিং অর্থাৎ স্থিতাবস্থা রাখা এবং বাসিন্দাদেরকে অতিরিক্ত আর্থিক সহায়তা দেয়ার মাধ্যমে জীবনযাত্রার ব্যয়—সংকট মোকাবিলা করা।
— ডেভেলপার এবং হাউজিং এসোসিয়েশন গুলোর সাথে যৌথভাবে কাজ করার মাধ্যমে সামাজিক ভাড়ার জন্য প্রতি বছর ন্যূনপক্ষে ১০০০ সোশ্যাল হোম সরবরাহের মাধ্যমে ভবিষ্যতের জন্য আবাসন নিশ্চিত করা।
— বিভিন্ন ধরনের শিক্ষায় হস্তক্ষেপ বা মধ্যস্থতা করা ও আর্থিক সহায়তার মাধ্যমে শিক্ষা কার্যক্রম ত্বরান্বিত করা, তরুণদের জন্য সেবা খাত অর্থাৎ ইয়ুথ সার্ভিস গুলোতে বিনিয়োগ করা এবং তরুণরা যাতে শিক্ষার উচ্চতর ধাপ গুলোতে যেতে পারে সেজন্য সুযোগ–সুবিধাদি বাড়ানো।
— ছোট ও মাঝারি ব্যবসায়, স্টার্ট–আপগুলো এবং মার্কেটসমূহে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান, চাকরি ও প্রশিক্ষণের সুযোগ তৈরি করা এবং বারার মার্কেট এলাকাগুলোতে এক ঘন্টা ফ্রি পার্কিং ব্যবস্থা চালু সহ সংস্কৃতি, বিজনেস, জবস ও লেজার সার্ভিস গুলোকে আরো সম্প্রসারণ করা।
— পাবলিক সার্ভিস অর্থাৎ কাউন্সিলের সেবা খাত সমূহে বিনিয়োগ করা। উদাহরণ স্বরূপ, বিভিন্ন সার্ভিস যা এখন প্রাইভেট সেক্টরের মাধ্যমে পরিচালিত হচ্ছে, সেগুলো আবার কাউন্সিলের নিয়ন্ত্রণে ফিরিয়ে আনা।
— কমিউনিটিকে ক্ষমতায়ন এবং অপরাধের বিরুদ্ধে লড়াই করা, উদাহরণস্বরূপ, পুলিশের সাথে কাজ করার মাধ্যমে বারার রাস্তাগুলোতে অধিক সংখ্যক ইউনিফর্মধারী অফিসারের উপস্থিতি নিশ্চিত করা।
— দূষণমুক্ত এবং সবুজ ভবিষ্যৎ নিশ্চিত করতে মেয়রের জন্য একটি উপদেষ্টা বোর্ড গঠন করা, যারা জলবায়ু পরিবর্তনে আমাদের দায়িত্ব সম্পর্কে আমাদেরকে দিকনির্দেশনা দিবে এবং হাউজিং এস্টেট গুলোতে পরিবেশ বান্ধব হিটিং সিস্টেম ও বৈদ্যুতিক গাড়ি চার্জ দেয়ার ব্যবস্থা স্থাপন সহ বিভিন্ন ধরনের পরিবেশ-বান্ধব পদক্ষেপ গ্রহণ।
— এমন একটি কাউন্সিল, যে শোনে এবং সবার জন্য কাজ করে।
কৌশলগত পরিলকল্পনায় তুলে ধরা এই সব শিরোনামের অধীনে কাজের বিস্তারিত তালিকা কাউন্সিলের ওয়েবসাইটে পাওয়া যাবে।

You might also like