আগামী নির্বাচনে ইলফোর্ড সাউথে লেবার প্রার্থী জাজ আ্যথওয়াল: হেরে গেলেন স্যাম টেরি

পলিটিক্যাল করেসপন্ডেন্ট
সত্যবাণী

লন্ডন: দল থেকে তার নাটকীয় সাসপেনশন শেষ হওয়ার দুই বছর পর, রেডব্রিজ কাউন্সিল লিডার জাজ অ্যাথওয়াল অবশেষে এমপি হওয়ার নাগালের মধ্যে।

সোমবার রাতে, ইলফোর্ড সাউথ লেবার সদস্যরা তাকে পরবর্তী সাধারণ নির্বাচনে তাদের প্রার্থী হিসেবে নির্বাচিত করেছেন। পার্টি সদস্যদের এই প্রার্থী সিলেকশন নির্বাচনে হেরে গেছেন বর্তমান এমপি স্যাম টেরি।

ইলফোর্ড কলিসিয়ামে অনুষ্ঠিত এই নির্বাচনে জাজ অ্যাথওয়াল পেয়েছেন ৪শ ৯৯ ভোট, আর বর্তমান এমপি স্যাম টেরি পেয়েছেন ৩শ ৬১ ভোট।

ইলফোর্ড নর্থের এমপি ওয়েজ ষ্ট্রিটিংয়ের সাথে জাস অ্যাথওয়াল

প্রার্থী সিলেকশন নির্বাচনে বিজয়ী হওয়ার পর জাজ অ্যাথওয়াল সংবাদ মাধ্যমকে জানান, ইলফোর্ড সাউথই একমাত্র আসন, যার প্রতিনিধিত্ব করতে চান তিনি। তিনি বলেন, ‘পরবর্তী নির্বাচনে লেবার প্রার্থী হয়ে কেয়ার স্টারমারের বিজয়ী দলের অংশ হওয়ার এমন  সুযোগ আমার জন্য বিশাল একটি সম্মানের বিষয়’

ইলফোর্ড সাউথের ভবিষ্যত সম্ভাব্য এমপি জাস বলেন,  ‘ইলফোর্ড এখন ভবিষ্যতের দিকে মনোযোগী হতে চায়, ঐক্যবদ্ধ্য থেকে ওয়েষ্টমিনিষ্টার থেকে আমাদের ন্যায্য পাওনা আদায়ে এখন মনোনিবেশ করতে হবে।’

সাম্প্রতিক বছরগুলোতে লেবার পার্টির স্থানীয় নেতাকর্মী ও তার পরিবার সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফলই এই সাফল্য, এমন মন্তব্য করে জাস অ্যাথওয়াল বলেন, ‘তাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই’। তিনি বলেন, ‘আমরা ১৩ বছরের টোরি দুঃশাসনের অবসান চাই, আগামী নির্বাচনে এটিই হবে আমাদের ইতিবাচক প্রচারণা’।

এদিকে, পরাজিত প্রার্থী স্যাম টেরি এই নির্বাচনী ফলাফলে হতাশা ব্যক্ত করে পার্টির ইলেকট্রনিক ভোটিং সিস্টেম নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ‘আমি পার্টির কাছে পুরো প্রক্রিয়াটির বিস্তারিত জানতে চেয়ে অপেক্ষায় আছি।’

 

 

 

 

You might also like